• অন্ধ্রে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, পুলিশ হেপাজতে আত্মঘাতী অভিযুক্ত
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা মামলায় আত্মহত্যা অভিযুক্ত বৃদ্ধের। কাকিনাড়া জেলায় বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, অভিযুক্ত তাতিকা নারায়ণ রাওকে টুনি টাউনের স্থানীয় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই নারায়ণ প্রস্রাব করতে যাওয়ার কথা বলেন। কাছের কোমাতি চেরুভু লেকের কাছে নিয়ে যাওয়া হলেই তিনি ঝাঁপ দেন। 

    অভিযোগ ছিল, ১৩ বছরের এক ছাত্রীকে স্কুল থেকে তুলে একটি পার্কে নিয়ে আসে বৃদ্ধ। তারপর ওই ছাত্রীর পোশাক খোলার চেষ্টা করে অভিযুক্ত। সেই মুহূর্তে অন্য এক ব্যক্তি সেই ঘটনা দেখে ফেলেন। তখনই তিনি বৃদ্ধকে প্রশ্ন করতে থাকেন। নারায়ণের কথায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিশে জানানো হলে রাওকে গ্রেফতারও করা হয়। পকসো সহ বেশ কয়েক ধারায় মামলা দায়ের হয়। 

    এদিকে নারায়ণের গ্রেফতারের পর থেকেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। জানা যায়, অভিযুক্ত বৃদ্ধ তেলুগু দেশম পার্টির ঘনিষ্ঠ। যদিও টিডিপি এই ঘটনার কড়া নিন্দা করে। বিরোধী দল সহ ওয়াইএসআর কংগ্রেসও জানিয়ে দেয়, তারা নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে। তবে নানা মহল থেকে স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির অভিযোগ উঠতে থাকে। এহেন টানাপোড়েনের মধ্যেই নারায়ণের আত্মহত্যার ঘটনো নতুন করে বিতর্কের জন্ম দিল। জঘন্য এক অপরাধে অভিযুক্ত ব্যক্তি কীভাবে পুলিশ হেপাজতেই আত্মহত্যা করল, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)