• এই প্রথম দেশি প্রজাতির ১৫০ কুকুর নিচ্ছে কমান্ডো প্রশিক্ষণ!
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: বেনজির। কমান্ডো অপারেশনে সহায়তার জন্য প্রশিক্ষণ চলছে দেশি প্রজাতির কুকুরের! এমন উদ্যোগ এই প্রথম। বিএসএফের তত্ত্বাবধানে ট্রেনিং নিচ্ছে এমনই ১৫০টিরও বেশি সারমেয়। এজন্য বেছে নেওয়া হয়েছে মূলত দু’টি প্রজাতিকে— রামপুর হাউন্ড ও মুধোল হাউন্ড। উত্তর ভারতের রামপুর ও দক্ষিণ ভারতের মুধোলের নামে এই দুই ভারতীয় ব্রিড কুকুরের নামকরণ করা হয়েছে। বিএসএফের এক আধিকারিক একথা জানিয়েছেন।

    মধ্যপ্রদেশের তেকানপুরে অবস্থিত বিএসএফের ন্যাশনাল ট্রেনিং সেন্টার ফর ডগস-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিদর্শনের পরপরই ২০১৮ সালে দেশি প্রজাতির কুকুরের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি তাঁর ওই পরিদর্শন চলাকালীন নিরাপত্তা বাহিনীগুলিতে দেশি কুকুরের অন্তর্ভুক্তি ও সেগুলির ব্যবহারের পক্ষে সওয়াল করেছিলেন। এর পরপরই বিএসএফ নয়া কর্মসূচি গ্রহণ করে। কমান্ডো অপারেশনে ব্যবহারযোগী ভারতীয় ব্রিড কুকুর শনাক্ত করে সেগুলির প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

    বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, মূলত দু’টি ভারতীয় ব্রিড কুকুর বেছে নেওয়া হয়েছে। সেগুলি হল রামপুর হাউন্ড ও মুধোল হাউন্ড। দ্রুত গতি, সহনশীলতা, যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা সহ একাধিক বৈশিষ্ট্যের কারণে এই দু’টি প্রজাতিকে বাছাই করা হয়েছে। দুই ধরনের কুকুরই ভারতের বিভিন্ন জলবায়ু ও ভৌগোলিক পরিবেশে মানিয়ে নিতে সক্ষম। এদের রয়েছে রোগ প্রতিরোধের স্বাভাবিক ক্ষমতা। দেখভালের ঝঞ্জাটও কম। বিএসএফের ওই আধিকারিক আরও জানান, ২০২৪ সালে লখনউয়ে অনুষ্ঠিত অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিটে ভারতীয় প্রজাতির কুকুরের দক্ষতা প্রমাণিত হয়েছিল। মুধোল হাউন্ড প্রজাতির কুকুর রিয়া ‘বেস্ট ইন ট্র্যাকার ট্রেড’ ও ‘বেস্ট ডগ অব দ্য মিট’— দুই বিভাগের প্রতিযোগিতাতেই সেরার শিরোপা পেয়েছিল। রিয়া পিছনে ফেলে দিয়েছিল ১১৬ টি বিদেশি প্রজাতির কুকুরকে।   
  • Link to this news (বর্তমান)