• মেডিকেলে ডায়ারিয়ায় আক্রান্তের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভ
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ভোররাতে মেডিকেলে চিকিৎসাধীন অভিজিৎ বিশ্বাস (১৪) নামে এক ছাত্রের মৃত্যু হয়। সে ডায়ারিয়ায় আক্রান্ত ছিল। যা নিয়ে পরিবারের লোকজন এদিন সকালে ক্ষোভে ফেটে পড়েন মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে। ব্যাপক তর্কাতর্কি হয় নিরাপত্তা কর্মী ও কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে। আবার পাল্টা চিকিৎসকদের অভিযোগ, রোগী মৃত্যুর পর চিকিৎসক, নার্সদের সঙ্গে দুর্ব্যবহার করে মৃতের পরিবার। 

    ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, এক ডায়ারিয়া আক্রান্ত রোগীর মৃত্যুর পর উত্তেজনা তৈরি হয় মেডিকেল কলেজে। পুলিশের তৎপরতায় সেই উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। একদিকে মৃত রোগীর পরিবারের তরফে অভিযোগ এসেছে। অন্যদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক, নার্সদের তরফেও পাল্টা রোগীর পরিবারের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। 

    পরিবার সূত্রে খবর, অভিজিৎ বিশ্বাস কুমারডাঙ্গীর বাসিন্দা। রায়গঞ্জ শহরের করোনেশন স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। মৃতের বাবা উৎপল বিশ্বাস বলেন, আমার ছেলের মঙ্গলবার রাত থেকে পেটে ব্যথা সহ ডায়ারিয়ার বিভিন্ন লক্ষণ দেখা দেয়। বুধবার সন্ধ্যায় ওকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। আমার স্ত্রী নমিতা বিশ্বাসও ডায়ারিয়ায় আক্রান্ত হওয়ায় ওই রাতেই তাঁকে মেডিকেলে ভর্তি করি। আমি নিজে অভিজিতের পাশে বসে ছিলাম। ওইদিন রাত দেড়টা পর্যন্ত ও সুস্থ ছিল। ও নিজেই হাসপাতালের শৌচাগারে যেতে পারছিল। আমি রাত দেড়টা নাগাদ একবার বাড়ি যাই খাওয়ার জন্য। এরপর বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ জানতে পারি ছেলের মৃত্যু হয়েছে। আমরা ছুটে এসে দেখি ওর অসাড় দেহ হাসপাতালের শয্যায় পড়ে আছে। মুখ দিয়ে ফেনা বেরিয়েছে। আমরা বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানতে পারি অ্যান্টিবায়োটিকের ওভার ডোজের জন্য এই মৃত্যু হতে পারে। আমরা মেডিক্যাল সুপারের কাছে এব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছি। আমার চাই তাঁরাই বিষয়টি খতিয়ে দেখুক। 

    মৃতের দাদার অভিযোগ, অভিজিৎ ডায়ারিয়ায় আক্রান্ত হলেও ও সুস্থ ছিল। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ ওকে ভর্তি করা হয়। কিন্তু বৃহস্পতিবার ভোররাতে আচমকা তার মৃত্যু হয়। বিষয়টি আমাদের কাছে যথেষ্ট সন্দেহের। আমরা চাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই মৃত্যুর কারণ খতিয়ে দেখুক।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)