• বালুরঘাটের হোটেলে চলছিল মধুচক্রের আসর! আটক দুই, ভাঙচুর চালাল উত্তেজিত জনতা, শোরগোল
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট শহরে নামী হোটেলে রমরমিয়ে চলছে মধুচক্রের আসর। প্রতিদিনই হোটেলে ঢুকছে যুবক-যুবতীরা। সারারাত থেকে ভোরবেলা বেরিয়ে যাচ্ছে। এনিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। ধরা পড়ে এক যুগল। তবে যুবককে আটক করা গেলেও সুযোগ বুঝে পালিয়ে যায় যুবতী। ওই হোটেলের ম্যানেজারকেও আটক করেছে পুলিশ। এদিকে পুলিশের অভিযানের পরেই হোটেলে ভাঙচুর  চালায় উত্তেজিত জনতা। হোটেলের ভিতরে ঢুকে রিসেপশনের জায়গা ভেঙে ফেলে। এমনকী তারা হোটেলে তালা মেরে দেয়। বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। 

    বালুরঘাটের ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, বৃহস্পতিবার বালুরঘাট শহরের একটি হোটেলে পুলিশ অভিযান চালায়। ওই হোটেল থেকে দু’জনকে আটক করা হয়েছে। দু’জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 

    সুভাষ চন্দ্র বর্মন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এই লজের উল্টো দিকেই আমাদের বাড়ি। বাড়ি থেকে প্রতিদিন দেখি বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা লজে ঢুকছে। এখানে মধুচক্রের আসর বসছে।  এনিয়ে আমরা হোটেল মালিককে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু আমাদের কথায় কর্ণপাত করেনি। এদিন পুলিশ অভিযান চালায়। পুলিশ হাতেনাতে দু’জনকে ধরে। আমরা চাই এলাকায় এধরনের ঘটনা যাতে আর না ঘটে। আরও এক বাসিন্দা সমীর রায় বলেন, আমাদের এলাকায় এধরনের হোটেল রাখা যাবে না। এই হোটেলের জন্য আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। 

    পুলিশ সূত্রে খবর, বালুরঘাট শহরের এই হোটেল তেমন চলে না বলেই স্থানীয় সূত্রে খবর। তবে এই হোটেলেই মাঝেমধ্যেই ভিড় করে বাইরের অচেনা যুবক-যুবতীরা। অভিযোগ,প্রতিদিন ওই হোটেলে মহিলারা ঢুকছে। তাদের অনেকেই আবার ভোররাতে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য স্থানীয়দের অনেকেরই নজরে এসেছে। এনিয়ে একাধিকবার হোটেল মালিককে সতর্ক করেছেন স্থানীয়রা। তা সত্ত্বেও হোটেলে রমরমিয়ে মধুচক্র চলছে। বাসিন্দাদের দাবি, বালুরঘাট সংস্কৃতির শহর। এই ধরনের অসামাজিক কাজ শহরে চলতে দেওয়া যাবে না। উল্লেখ্য, বছর তিনেক আগেও বালুরঘাটের একটি হোটেলে একইভাবে মধুচক্রের আসর বসত। সেই হোটেলেও পুলিশ অভিযান চালিয়ে তা সিল করে দিয়েছিল।  ঘটনার পর থমথমে এলাকা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)