শীতলকুচির গাদোপোঁতায় খুটামারা নদীতে কংক্রিটের সেতু নির্মাণের দাবি বাসিন্দাদের
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের গাদোপোঁতা গ্রামে কংক্রিটের সেতুর দাবি আজও পূরণ হয়নি। কয়েক দশকেও দাবি পূরণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বর্তমানে নদীতে বাঁশের সাঁকোও না থাকায় ঘুরপথে গোঁসাইরহাট বাজারে যেতে হচ্ছে গ্রামবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, বাম আমল থেকে খুটামারা নদীর উপর কংক্রিটের সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু কোনও রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করেনি।
গ্রাম পঞ্চয়েতের তরফে বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হলেও জলের তোড়ে সেটি ভেসে যায়। নদীতে কিছুটা জল কমলে কোনওরকমে বাইক, সাইকেল ও হেঁটে নদী পারপার করা যায়। কিন্তু বর্ষায় নদীতে জল বাড়লে কয়েক কিমি পথ ঘুরপথে যাতায়াত করতে হবে তাঁদের। মূলত নদী পেরিয়ে গাদোপোঁতা, বামনপাড়া প্রভৃতি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। এই সেতুটি নির্মাণ হলে এই গ্রামগুলির সঙ্গে গোঁসাইরহাট বাজারের যোগাযোগে সুবিধা হবে।
বাসিন্দারা জানান, বহু বছর আগে এখানে একটি কাঠের সেতু ছিল। বাম আমল শুরুর দিকে সেতুটি দুর্বল হয়ে পড়ে। সেকারণে সেতুটির কাঠ খুলে ফেলা হয়। এরপর থেকেই বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হলেও কংক্রিটের ব্রিজ নির্মাণ আজও হয়নি। স্থানীয় আব্দুল মিয়াঁ, অনুকূল বর্মন প্রমুখ বলেন, বাঁশের সাঁকো প্রত্যেকবার ভেঙে যায়। তাই আমরা এর স্থায়ী সমাধান চাই। কংক্রিটের সেতুর দাবি নিয়ে বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। জমিতে উৎপাদিত ফসল গোঁসাইরহাট বাজারে নিয়ে যেতে হলে ঘুরপথে রানিদিঘি মোড় হয়ে নিয়ে যেতে হয়। ছাত্রছাত্রীদেরও ঘুরপথে যেতে হয়। তাই প্রশাসনের কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানাই।
শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন জানান, সম্প্রতি ব্লকজুড়ে চারটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। ধাপে ধাপে আরও উন্নয়নমূলক কাজ হবে। গাদোপোঁতায় সেতুর বিষয়টি খতিয়ে দেখা হবে।
এখানেই পাকা সেতু তৈরির দাবি স্থানীয়দের। - নিজস্ব চিত্র।