• চ্যাংরাবান্ধা সীমান্তে ৫ বাংলাদেশি গ্রেফতার
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: বৃহস্পতিবার চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে ঘটনায় এক ভারতীয় মহিলাকে আটক করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোরাপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ওই বাংলাদেশিরা। তারা চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের ডোরাডাবরি সীমান্ত সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। খবরের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় মহিলাকেও আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া বাংলাদেশিদের নাম মহম্মদ রবিউল ইসলাম, মহম্মদ আরিফুল, মহম্মদ সোহাগ হোসেন, মহম্মদ লাজু এবং রুবেল ইসলাম।

    পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা গোরু পাচার সহ বিভিন্ন চোরাচালানের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মেখলিগঞ্জ থানার ওসি মহম্মদ শাহবাজ। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর মেলা উপলক্ষ্যে সীমান্ত এলাকায় ব্যাপক ভিড় থাকায় সেই সুযোগে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারে। ঘটনার পর সীমান্তে বিএসএফ ও পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তবাসীদের দাবি, বারবার অনুপ্রবেশের ঘটনা ঘটায় নিরাপত্তা আরও জোরদার করা হোক। বিএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি নেই এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। 

     নিজস্ব চিত্র। 
  • Link to this news (বর্তমান)