চিকিৎসকের গাড়ির ধাক্কায় কিশোরী সহ জখম ৩, চাঞ্চল্য, কাওয়াখালির রাস্তায় ডিভাইডারের দাবি
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: চিকিৎসকের বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোরী সহ চারজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন এশিয়ান হাইওয়ের কাওয়াখালি ট্রাফিক আউট পোস্টের কাছেই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের গাড়ির সঙ্গে তিন চাকা মালবাহী গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় জখম হয়েছেন দু’জন বাইক আরোহী ছাড়াও মালবাহী গাড়িতে থাকা দু’জন। বাইকে ছিল ওই কিশোরী। শিলিগুড়ির দিক থেকে এশিয়ান হাইওয়ে-২ ধরে মেডিকেলের দিকে দ্রুত গতিতে আসছিল চিকিৎসকের গাড়িটি। উল্টোদিক থেকে আসছিল তিন চাকা মালবাহী গাড়ি ও সেই গাড়িটির পিছনেই ছিল একটি বাইক। এখানে রাস্তার দু’পাশে ফুটপাত থাকলেও ডিভাইডার নেই। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা সজোরে ধাক্কা মারে তিন চাকার গাড়িতে। পিছনে থাকা বাইকটিকেও ধাক্কা মারে। এরপর চিকিৎসকের গাড়িটি রাস্তার পাশে ফুটপাতের উপর উঠে গিয়ে থেমে যায়।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কাওয়াখালি ট্রাফিক আউট পোস্টের পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। আসে মাটিগাড়া থানার মেডিকেল ফাঁড়ির পুলিশও। তাঁরাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং কাছেই একটি নার্সিংহোমে নিয়ে যান। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, আহতরা সকলেই চিকিৎসাধীন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু’টি গাড়ি এবং বাইকটি পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
যদিও স্থানীয়দের দাবি, কাওয়াখালির রাস্তায় দিনে কিংবা রাতে বেপরোয়া গতিতেই ছোটে বাস, লরি সহ ছোট গাড়ি। ফলে মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটে। আর এ কারণেই আলাদা করে এখানে ট্রাফিক আউট পোস্ট বানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় বাসিন্দারা সাইকেল, বাইক নিয়ে এই রাস্তা দিয়ে তাই কার্যত ঝুঁকি নিয়েই প্রতিদিন চলেন। ট্রাফিক পুলিশের আরও বেশি করে নজরদারি প্রয়োজন বলেও দাবি করেছেন তাঁরা।
কয়েক মাস আগেও এই রাস্তার বিশ্ববাংলা শিল্পীহাটের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হয়েছিলেন দুই যুবক। প্রায়ই এমন ঘটনায় এই পথের ধারে থাকা স্কুলগুলিতে সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন সংলগ্ন কাওয়াখালি, ঠিকনিকাটা, পোড়াঝারের বাসিন্দারা। তাঁদের দাবি, এদিনের ঘটনা আরও বড় আকার ধারণ করতে পারত। দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাস্তার মাঝে কয়েক জায়গায় আড়াআড়িভাবে গার্ডরেল থাকলেও এই সড়কে ডিভাইডারের দাবি উঠেছে। এ প্রসঙ্গে মাটিগাড়া থানার এক অফিসার জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে কোনও অভিযোগ থানায় হয়নি। যদিও ওই গাড়িতে থাকা চিকিৎসক জানিয়েছেন, তাঁর গাড়ির চালকের ভুল ছিল। ডাক্তারের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। - নিজস্ব চিত্র।