• মহিলা প্রধানকে ধর্ষণের হুমকি তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, তদন্তে ধানতলা থানা, সরব বিজেপিও
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তৃণমূলের মহিলা পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। আতঙ্কিত ওই প্রধান পুলিসের দ্বারস্থ হয়েছেন। নদীয়ার ধানতলা থানা এলাকার ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের তথ্যপ্রমাণ খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার নিন্দা করেছে বিজেপি। অভিযুক্ত কোন দল করে তা না দেখে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছে শাসকদল তৃণমূল।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে জবকার্ড ভেরিফিকেশন সংক্রান্ত ক্যাম্প করা হয়েছিল। আচমকা সেখানে এসে চড়াও হয় রমজান আলি মণ্ডল নামে ওই তৃণমূল কর্মী। অভিযোগ, সঙ্গে বেশ কয়েকজনকে নিয়ে এসে ক্যাম্প বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সে। সেখানে উপস্থিত পঞ্চায়েত প্রধান তার সঙ্গে সহমত হননি। সেকারণে রমজান প্রধান এবং তাঁর ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকী, পঞ্চায়েতের মহিলা প্রধানকে ধর্ষণের মতো মারাত্মক হুমকি দেয় বলে অভিযোগ। শেষমেষ ক্যাম্প বন্ধ করেই খান্ত হয় অভিযুক্ত। 

    ওই পঞ্চায়েত প্রধান বলেন, অভিযোগপত্রে যা লেখা রয়েছে তা সত্য। হুমকি তো ছিলই। সেটা অনেক সময় আমরা এড়িয়ে যাই। কারণ পঞ্চায়েত চালাতে গেলে এরকম অনেককিছুই হয়। সেগুলোকে গুরুত্ব দিলে চলে না। রমজান এবার বাড়াবাড়ি শুরু করেছে। তাই বাধ্য এই প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি আতঙ্কে ভুগছি। কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি এরকম করল সেটা আমার জানা নেই। আমি চাই পুলিশ তদন্ত করুক। তাছাড়া ক্যাম্প করার নির্দেশ উপর থেকেই আসে। ঘটনাটি বিডিও সাহেব জানেন। 

    অঞ্চল সভাপতি চিত্ত নিয়োগী বলেন, সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। তবে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কে আমি অবগত নয়। রমজান তৃণমূলের কর্মী কিনা এক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক নয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। তাতে যা উঠে আসবে সেই অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে। রানাঘাট-২ বিডিও শুভজিৎ জানা বলেন, এরকম একটি অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান পুলিশের দ্বারস্থ হয়েছেন। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। পুলিস তদন্ত করে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেবে।

    প্রসঙ্গত, বিষয়টি নিয়ে রাজনীতির জলঘোলাও শুরু হয়েছে। খোদ তৃণমূলেরই মহিলা পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকি দেওয়ার নিন্দা করেছে বিজেপি। বিজেপির নদীয়া দক্ষিণ জেলা মুখপাত্র সোমনাথ কর বলেন, তৃণমূলের উৎপাতে সাধারণ মানুষ এতদিন অতিষ্ঠ ছিলই। এবার তৃণমূলের সন্ত্রাস থেকে মহিলা নেতা-কর্মীরাও ছাড় পাচ্ছেন না। অবিলম্বে এই দলটাকে ক্ষমতাচ্যুত করতে হবে। না হলে রাজ্যে মাফিয়া রাজত্ব 

    চলবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)