নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গণ ভাইফোঁটা উৎসব আয়োজিত হল। এই গণ ভাইফোঁটার থিম ছিল ‘সম্প্রীতি’। বিভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে শামিল হন। সেখানে স্থানীয় বিধায়ক সুজয় হাজরা, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্লাবের সদস্যরা জানান, প্রায় ২০বছর ধরে ভাইফোঁটা উৎসব হয়ে আসছে। কামারপাড়া বস্তি এলাকার প্রায় ৪০০বাসিন্দা এই উৎসবে শামিল হন।
বিধায়ক সুজয় হাজরা বলেন, এই ক্লাব সারাবছর ধরেই নানা সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। এখানকার ভাইফোঁটা উৎসবে এসে ভালো লাগল। এটাই বাংলার সংস্কৃতি।
কাউন্সিলার মৌসুমি হাজরা বলেন, এই এলাকার ভাইদের মঙ্গলকামনায় প্রার্থনা করলাম। সব ভাই ও বোনেরা যাতে একে অপরের পাশে দাঁড়ায়-সেটাই চাই। মেদিনীপুর শহরে কামারপাড়া বস্তিতে কয়েকশো মানুষ বসবাস করে। আগে এই এলাকায় কোনও ভাইফোঁটার অনুষ্ঠান হতো না। তাই এলাকার মানুষের মন খারাপ থাকত। অনেকের পক্ষেই ভাইফোঁটা আয়োজন করা সম্ভব ছিল না। সেকথা মাথায় রেখে কামারপাড়া রানা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গণ ভাইফোঁটা উৎসব আয়োজন শুরু হয়েছিল। ক্লাবের সদস্যরা সারাবছর নানা সমাজসেবামূলক কাজ করেন। তাঁদের তরফে নিয়মিত রক্তদান, বস্ত্রদান, দুঃস্থ পড়ুয়াদের বই দেওয়া হয়।
ক্লাবের সহ-সভাপতি টোটন মহাপাত্র ও সম্পাদক ঝন্টু রানা বলেন, বিধায়ক সুজয়বাবু এই বস্তি এলাকার উন্নয়নে জল, রাস্তা, আলোর ব্যবস্থা করেছেন। আমরাও ক্লাবের তরফে এলাকার মানুষের পাশে থাকি।