• তারাপীঠে আগ্নেয়াস্ত্র হাতবদলের আগেই পর্দাফাঁস, গ্রেফতার দুই, উদ্ধার ২টি ‘মেড ইন ইউএসএ’ পিস্তল ও ম্যাগাজিন
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: বেঙ্গল এসটিএফ ও তারাপীঠ থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল এক আন্তঃরাজ্য অস্ত্র কারবারি সহ দুজন। বৃহস্পতিবার ভোরে তারাপীঠের বেসিক মোড়ের একটি হোটেলের কাছ থেকে তাদের ধরা হয়। ধৃতদের থেকে উদ্ধার হয় দু’টি ৭.৬৫ এমএম সেমি অটোমেটিক পিস্তল এবং দু’টি ফাঁকা ম্যাগজিন। যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। এদিন পুলিশের পক্ষ থেকে রামপুরহাট আদালতে ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছিল। অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারক দুই অস্ত্র কারবারির পাঁচদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। কালীপুজোর রেশ কাটতে না কাটতেই তীর্থক্ষেত্র তারাপীঠে এই ধরনের বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। 

    আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল অভয়কুমার শর্মা ও মিনারুল শেখ। অভয়ের বাড়ি বিহারের মুঙ্গের জেলার লক্ষ্মীবাজার থানার বেচাগাঁওয়ে। আর মিনারুলের বাড়ি মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত আটটা নাগাদ এসটিএফের কাছে সোর্স মারফত খবর আসে, অভয়কুমার শর্মা নামে মুঙ্গেরের এক বাসিন্দা অস্ত্র ডেলিভারি করতে আসছে। সেইমতো রামপুরহাট স্টেশনে ওত পেতে বসেছিলেন এসটিএফের অফিসাররা। এদিন ভোরের দিকে অভয় ট্রেন থেকে নামে। স্টেশনের বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছিল মিনারুল। সে অভয়কে বাইকে চাপিয়ে তারাপীঠের দিকে যেতে শুরু করে। পিছু নেয় এসটিএফ। তারাপীঠের বেসিক মোড়ের একটি হোটেলের কাছে বাইক দাঁড় করানো মাত্রই হাতেনাতে দুজনকে ধরে এসটিএফ ও তারাপীঠ থানার পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় মার্কিন দেশে তৈরি পিস্তল ও দু’টি ম্যাগজিন। এছাড়া দুজনের থেকে মোট পাঁচ হাজার টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় বাইকটি। এসটিএফের সাব ইনস্পেক্টর মহম্মদ আব্দুল নূর চৌধুরী তারাপীঠ থানায় সুয়োমোটো এফআইআর দায়ের করেছেন। ধৃতদের জেরা করে আরও অস্ত্র উদ্ধার সম্ভব ও বিদেশি অস্ত্র কারবারের মূল পান্ডাকে ধরতে মুঙ্গের যেতে হবে, আদালতে এমন কথা জানিয়ে ধৃতদের নিজেদের হেফাজতে পেতে আবেদন জানায় পুলিশ। বিচারক তা মঞ্জুরও করেন। পুলিশ জানিয়েছে, মিনারুলকে অস্ত্র দু’টি সরবরাহ করতে এসেছিল অভয়। কিন্তু হাতবদলের আগেই বমাল গ্রেফতার হল তারা।

    উল্লেখ্য, গত বছরের ১৯ জুন বিশিয়া গ্রামে বোমা মেরে খুন করা হয় তৃণমূলের ময়ূরেশ্বর ১ ব্লক কমিটির সদস্য বাইতুল্লা শেখকে। তারপর থেকেই গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনও গ্রামে পুলিশ ক্যাম্প রয়েছে। এই পরিস্থিতিতে মিনারুল কোন দুষ্কর্মের জন্য অস্ত্র কিনছিল তা ভাবিয়ে তুলেছে পুলিশকে। পুলিশ জানিয়েছে, এসব তথ্য জানতে মিনারুলকে জেরা করা হবে। সেই সঙ্গে অভয়কে জেরা করে এই কারবারের মূল মাথাকে ধরার চেষ্টা করা হবে।  ধৃতদের তারাপীঠ থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)