• নীলরঙা শার্ট, সিসি ক্যামেরা দেখেই জালে অমিত মল্লিক
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালো প্যান্টে গোঁজা নীল রঙের ফুলহাতা শার্ট। নির্যাতিতা কিশোরীকে সঙ্গে নিয়েই ট্রমা কেয়ার সেন্টারে অবলীলাক্রমে ঢুকছে অভিযুক্ত অমিত মল্লিক। তদন্তকারীদের সঙ্গে সেই ফুটেজ দেখার সময়ই চিনতে পারে নাবালিকা। আগেই সে পুলিশকে বলেছিল, অভিযুক্ত নীল জামা পরে ছিল। ফুটেজে সেই নীল শার্ট পরা যুবককে দেখেই চিহ্নিত করে ফেলে নির্যাতিতা। সেই ছবি মোবাইলে নিয়ে নেয় ভবানীপুর থানার পুলিশ। ছবি পাওয়ার পর ছ’ঘণ্টার মধ্যে ট্যাংরার ধাপা রোডের বাড়ি থেকে গ্রেফতার করা হয় পিজি ধর্ষণকাণ্ডের অভিযুক্ত অমিত মল্লিককে। স্পর্শকাতর কেসের তদন্তে নেমে দ্রুত দু’টি টিম তৈরি করে ভবানীপুর থানা। প্রথম টিম সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এরপরে সেই টিমই বেশ কিছু গোপন সোর্সকে কাজে লাগায়। সেখান থেকেই অভিযুক্তের ফোন নম্বর পেতে খুব একটা সমস্যা হয়নি পুলিশের। সেই নম্বরের লোকেশন ট্র্যাক করে কলকাতা পুলিশ। দ্বিতীয় টিম সেই লোকেশন ধরে প্রগতি ময়দান থানা এলাকায় অভিযান চালায়। বুধবার রাত ৯টা বেজে ২০ মিনিটে বাড়ি থেকে গ্রেফতার করা হয় অমিতকে। 
  • Link to this news (বর্তমান)