ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেল তরুণীর
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় ব্যবসায়ীকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ উঠেছে পানশালার এক গায়িকার বিরুদ্ধে। ৫০ লক্ষ টাকা না দিলে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন ওই তরুণী। এরপরই ওই ব্যবসায়ী বেহালা থানায় লিখিত অভিযোগ করেছেন। তার ভিত্তিতে কেস রুজু করেছে থানা।
জানা গিয়েছে, বেহালার ওই ব্যবসায়ী বিভিন্ন পানশালায় যান। সেখানেই এক গায়িকার প্রেমে পড়েন। ওই গায়িকার টানে প্রায় প্রতিদিনই পানশালা যাওয়া শুরু করেন। তাঁর পছন্দের গান গাওয়ানোর জন্য টাকা ওড়াতেন। যোগাযোগের জন্য টাকার মধ্যে নিজের মোবাইল নম্বর লিখে দেন। গায়িকার এজেন্টের মাধ্যমে যোগাযোগ করেন ব্যবসায়ী। পানশালায় তাঁর গান শেষ হওয়ার পর বাড়ি ছেড়ে আসতেন। আলাপ জমে ওঠার পর দুজনে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে হোটেলে থেকেছেন। লন্ডন সহ বিদেশের বিভিন্ন প্রান্তেও একসঙ্গে ঘুরতে গিয়েছেন। দামি উপহারের সঙ্গে গায়িকা একটি ফ্ল্যাটও বাগিয়ে নিয়েছিলেন বলে খবর। পানশালার নায়িকার সঙ্গে সর্ম্পকের কথা সম্প্রতি ব্যবসায়ীর স্ত্রী জানতে পারার পরই পরিবারে অশান্তি শুরু হয়। ব্যবসায়ী ওই গায়িকাকে জানান, তাঁর পক্ষে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। এর থেকে বেরিয়ে আসতে চান। তরুণী জানিয়ে দেন, তাঁকে ৫০ লক্ষ টাকা দিতে হবে। তা না হলে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেবেন। ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করবেন থানায়। ব্যবসায়ী বুঝতে পারেন, তিনি ফেঁসে গিয়েছেন। ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে চাইছে ওই গায়িকা। এরপরই অভিযোগ করেন থানায়। বিষয়টি জানার পরই ওই গায়িকাও ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করতে চলেছেন বলে খবর।