শহরে সবুজের সমীক্ষা, ডিজিটাল ম্যাপিংয়ের উদ্যোগ পুরসভার, কোন রাস্তায় কোথায় কত গাছ? তথ্য এক ক্লিকে
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের কোন রাস্তায় কতগুলি গাছ রয়েছে তা জানা যাবে এক ক্লিকেই। শহরের গাছের সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তারপর সেই তথ্য ডিজিটালি নথিভুক্ত করা হবে। ফলে ওয়েবসাইট বা অ্যাপ খুললে সহজেই জানা যাবে গাছের অবস্থান। কোন রাস্তায় কোথায় কত গাছ রয়েছে তার ম্যাপিংও করা থাকবে। খুব শীঘ্রই শহরের সবুজের ডিজিটাল ডেটাবেস তৈরির জন্য টেন্ডার ডাকা হবে বলে পুরসভা সূত্রে খবর। পাশাপাশি সর্বত্র চলবে গাছের স্বাস্থ্য সমীক্ষা।
নিউ ইয়র্ক সিটির একটি অ্যাপ ও ওয়েবসাইট সম্প্রতি পুরসভার নজরে আসে। সেখানে রীতিমতো ম্যাপিং করা হয়েছে, নিউ ইয়র্কের কোন রাস্তায় কত গাছ রয়েছে। তা ডিজিটালি দেখার সুযোগও আছে। তথ্য এবং প্রযুক্তি কাজে লাগিয়ে কলকাতা পুরসভাও শহরের সবুজের এমন ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি করতে চাইছে। ইতিমধ্যেই শুরু হয়েছে শহরজুড়ে গাছের স্বাস্থ্য-সমীক্ষা। প্রথম পর্যায়ের কাজ শেষ। এবার সার্বিকভাবে স্বাস্থ্য-সমীক্ষার পাশাপাশি গাছের সমীক্ষাও হবে। কলকাতা শহরে কত গাছ কোন রাস্তা বা পার্কে রয়েছে, তার কোনও নির্দিষ্ট তথ্য কলকাতা পুরসভার হাতে নেই। এই প্রসঙ্গে পুরসভার উদ্যান বিভাগের এক আধিকারিক বলেন, শহরে কত গাছ রয়েছে, তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে পার্ক এবং রাস্তা ধরে প্রায় সাড়ে তিন লক্ষ গাছ আছে বলে ধরা হয়। কিন্তু সেই তথ্য পুরোপুরি সঠিক এমনটা বলা যাবে না। তাই এবার পুঙ্খানুপুঙ্খ তথ্যভিত্তিক সমীক্ষা করা হবে। তার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পরিষদ দেবাশীষ কুমার বলেন, সার্বিকভাবে শহরের সবুজের সমীক্ষা হবে। শহরের গাছ সম্পর্কে যাবতীয় তথ্য নাগরিকরা ডিজিটালি জানার সুযোগ পাবেন। এর আগে উমপুনের সময় শহরের সবুজের বড় অংশ নষ্ট হয়েছিল। তারপর দফায় দফায় এক লক্ষেরও বেশি গাছ বসানো হয় বলে দাবি পুর কর্তৃপক্ষের। কিন্তু প্রতি বছর শহরে বহু গাছ ভেঙে করে। এই অবস্থায় সম্প্রতি মেয়র গাছের স্বাস্থ্য সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। তাতে কয়েকটি অঞ্চল মিলিয়ে একশোরও বেশি গাছের ‘অসুখ’ ধরা পড়েছিল। যেগুলি কোনওটা কাটতে হতে পারে, কোনওটা আবার ছাঁটাই করলেও হবে। এর মধ্যেই নিউ ইয়র্ক সিটির উদ্যোগ পুরসভার নজরে আসে। পুর কর্তৃপক্ষ চাইছে, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ঠিক এমন একটি ডেটাবেস তৈরি করতে, যেখানে ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকেই শহরের রাস্তার নাম দিলে গুগল ম্যাপেই দেখা যাবে সেই রাস্তায় গাছের অবস্থান কী রয়েছে, অর্থাৎ কোন গাছ কোথায় রয়েছে, তার উচ্চতা কত, কী ধরনের গাছ সবটাই। এক পুরকর্তা বলেন, প্রথমে ফিল্ড সার্ভে হবে। তারপর সেগুলি ডিজিটালি ম্যাপিং করা হবে। প্রয়োজনে ড্রোন দিয়েও সার্ভে করা হতে পারে।