নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার ছট পুজো। তার আগেই গঙ্গার ঘাট সংলগ্ন ১৪টি রাস্তা মেরামত করছে ভাটপাড়া পুরসভা। প্রস্তাবিত খরচ আড়াই কোটি টাকা। অত্যন্ত দ্রুতগতিতে কাজ চলছে। শনিবারের মধ্যে সব রাস্তার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মেঘনা ঘাট, পালঘাট, ২৮ নম্বর এবং 29 নম্বর রেলগেট থেকে কাছারি রোড মেরামতির কাজ শুরু হয়েছে।
দুর্গাপুজো, কালীপুজোর পর ভাটপাড়ায় সবচেয়ে বড় উৎসব হল ছট পুজো। সোম এবং মঙ্গলবার এই উৎসবে গোটা ভাটপাড়ায় হাজার হাজার মানুষ দণ্ডি কেটে পুজো দেবেন। দণ্ডি কাটতে তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সব রাস্তা পিচ ঢেলে মেরামত করা হচ্ছে। বুধবার পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিধি সঞ্জয় শ্যাম, ভাটপাড়া টাউন তৃণমূলের সভাপতি অমিত সাউ সহ পুরসভার অফিসার, প্রতিনিধিরা মানিকপীর, কাছারি রোড সহ প্রতিটি রাস্তার কাজ ঘুরে দেখেন।গঙ্গার ঘাটগুলির প্রকৃত অবস্থাও এদিন খতিয়ে দেখেন তাঁরা। শনিবারের মধ্যে ভাটপাড়ার গঙ্গার ঘাটগুলিকেও ঝাঁ চকচকে করে দিতে নির্দেশ দিয়েছেন পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা। তিনি বলেন, আমার পুরসভা এলাকার বহু মানুষ ছট পুজো করেন, দণ্ডী কাটেন। তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেজন্যই পুরসভার পক্ষ থেকে সবরকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। গঙ্গার ঘাটের সামনে আলো বসাবে পুরসভার।