বন্ধ টিটাগড়ের লুমটেক্স জুট মিল ছটের আগে বিপাকে শ্রমিকরা
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছটপুজোর আগে টিটাগড় লুমটেক্স জুট মিল বন্ধ হয়ে গেল। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মিলে এসে কাজ বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন। এদিন ছিল ভাতৃদ্বিতীয়া, আর দু’দিন পরেই ছট। তার আগে মিল বন্ধের নোটিশে চরম বিপাকে পড়েছেন হাজারখানেক শ্রমিক ও তার পরিবার।
শ্রমিকরা এদিন জানিয়েছেন, দু’দিন বাদেই ছট। তার আগে জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা খুবই হতাশ। আইএনটিটিইউসি এই নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। স্থানীয় কাউন্সিলার শীষনারায়ণ সিং মিল খোলার দাবি কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তীকেও। বিধায়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে মিলটি চালু করার দাবি জানিয়েছেন।
স্থানীয় কাউন্সিলার শীষনারায়ণ সিং জানিয়েছেন, মিলে কিছু কাজের ক্ষেত্রে সমস্যা হয়েছে। তাই এদিন বন্ধের নোটিশ দিয়েছে ওরা। ওদের কাজের চাপ কম আছে। কর্তৃপক্ষ কয়েকদিন বন্ধ রাখতে চায়। আমরা বলেছি, সামনে ছট পুজো আছে। মিল খুলে দিতে হবে। আশা করছি, কর্তৃপক্ষ আমাদের অনুরোধ রাখবে, মিল ফের চালু হবে।