• স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, ধৃত ১
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রীকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম মুর্শিদা মোল্লা (৩১)। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের বাহিরবেনা গ্রামে। পুলিশ মৃতার স্বামী শোয়েব আলি মোল্লাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ওই দু’জনের বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার চালাতেন স্বামী। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুর্শিদাকে চাপ দিতেন শোয়েব। কথা অমান্য করলেই শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। বৃহস্পতিবার চরমে ওঠে নির্যাতন। অভিযোগ, স্ত্রীকে বেধড়ক মারধর করেন শোয়েব। এরপর অচৈতন্য হয়ে পড়লে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়। মুর্শিদা আত্মহত্যা করেছেন, বোঝানোর জন্যই এমনটা করেন শোয়েব। স্থানীয়রা মৃতার বাপের বাড়িতে খবর দেন। তাঁরা এসে দেখেন, মেয়ে ঘরের সিলিং থেকে ঝুলছে। তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই তাঁরা শোয়েবের বিরুদ্ধে খুনের অভিযোগ জানান। পুলিশ শোয়েবকে গ্রেফতার করে।
  • Link to this news (বর্তমান)