রাস্তায় এখনও রয়েছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের কাঠামো, দুর্ঘটনার শঙ্কা
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো মিটে গিয়েছে অনেক আগে। শেষ কালীপুজোও। তবুও শহরের বিভিন্ন প্রান্তে রয়ে গিয়েছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের বাঁশের কাঠামো। বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। কবে খোলা হবে এগুলি? প্রশ্ন উঠছে শহরজুড়ে। পরিবেশপ্রেমীরা দৃশ্যদূষণের অভিযোগও তুলছেন। বৃহস্পতিবার শহরের বহু জায়গায় দেখা গিয়েছে, পথের ধারে থাকা গাছের পাশে বাঁশের কাঠামো রয়ে গিয়েছে। আর জি কর রোড, বিধান সরণি, ভূপেন বোস অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, শ্যামপুকুর, রবীন্দ্র সরণি, দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় রয়ে গিয়েছে বাঁশের কাঠামো। কোথাও পড়ে রয়েছে বড় বড় বাঁশের গেট। সব থেকে বেশি পরিমাণে পড়ে উত্তর কলকাতার ভূপেন বোস অ্যাভিনিউ ও রবীন্দ্র সরণিতে। এখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়ে গিয়েছে বিজ্ঞাপনি হোর্ডিংয়ের কাঠামো। কোথাও রাস্তার ধারে ডাঁই হয়ে পড়ে হোর্ডিংয়ের বাঁশ। বিপজ্জনকভাবে বাঁশ পড়ে থাকার ফলে যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। স্বপন দাস নামে এক ব্যক্তি বলেন, ‘রাস্তায় পড়ে থাকা বাঁশের কারণে মানুষ সমস্যায় পড়ছে। নড়বড়ে বাঁশের কাঠামো যে কোনও সময় ভেঙে পড়তে পারে।’ রবীন্দ্র সরণির বাসিন্দা শম্ভু সামন্ত বলেন, ‘এই পথ দিয়ে প্রতিদিন গাড়ি চলে। পণ্যবাহী লরি‑ট্রাক যায়। হোর্ডিং জনস্বার্থের কারণে অবিলম্বে খুলে ফেলা জরুরি।’ কলকাতা পুরসভার এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা বলেন, ‘হোর্ডিয়ের বাঁশ খুলে ফেলার বিষয়ে পুরসভার তরফে দ্রুত পদক্ষেপ করা হবে।’-নিজস্ব চিত্র