• রাস্তা দখল করে সিঁড়ি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধৃত ৩
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে রাস্তা দখল করে সিঁড়ি নির্মাণে বাধা দিতে গিয়ে আক্রান্ত হল উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশের অভিযোগ, বেআইনি নির্মাণে বাধা দিতে গেলে,  বাবা ও ছেলে মিলে পুলিশকে মারধর করার পাশাপাশি বাড়ির এক প্রতিবন্ধী মহিলা কনস্টেবলের হাত কামড়ে মাংস তুলে নিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর জখম ওই পুলিশকর্মীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।   বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামনিয়া এলাকাতে।  এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে উত্তর কাশীপুর  থানার পুলিশ। ধৃতদের আজ  শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলার কথা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুুলিশ।
  • Link to this news (বর্তমান)