নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো শেষ হতেই ছট পুজোর প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের হিন্দিভাষীদের উৎসব হলেও কলকাতায় ছটের আয়োজনে কোনও কমতি থাকে না। পুরসভা সূত্রে খবর, গঙ্গার ঘাটগুলির পাশাপাশি শহরের বিভিন্ন পুকুর ও কৃত্রিমভাবে তৈরি জলাশয় মিলিয়ে মোট ১৮৮টি জায়গায় ছটের জন্য প্রস্তুতি রাখা হচ্ছে। আগামী সোম এবং মঙ্গলবার ছট পুজো। তাই কালীপুজোর মধ্যেই বিভিন্ন জায়গায় পুকুর বা জলাশয়ে অস্থায়ী ঘাট সহ অন্যান্য পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করে দিয়েছে পুর কর্তৃপক্ষ।
শহরের সব থেকে বড় ছট পুজোর আয়োজন হয় দইঘাটে। সেখানে প্রতি বছর অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছটের জন্য কোন কোন অফিসার কোথায় কোথায় দায়িত্ব পালন করবেন, তা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে পুরসভা। তাঁদের ফোন নম্বর সহ নামের একটি তালিকা নির্দেশিকা আকারে প্রকাশ করেছেন পুর কমিশনার। পুরসভা সূত্রে খবর, গঙ্গা এবং বিভিন্ন পুকুর সহ স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ১৫৩টি ঘাট প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে শহরের ১৩টি লোকেশনে ২৯টি ঘাটে ছটের ব্যবস্থা করা হয়েছে। এসব জায়গায় ঘাটের কাছে মহিলাদের জন্য চেঞ্জিং রুম, বায়ো টয়লেটের ব্যবস্থা থাকছে। এর বাইরে শহরে ছ’টি কৃত্রিম পুকুর তৈরি করা হচ্ছে। ৬৮, ৮৫, ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে মোট ছ’জায়গায় কৃত্রিম পুকুরের ব্যবস্থা করা হয়েছে।
পরিবেশ আদালতের নির্দেশে গত কয়েক বছর ধরে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট আয়োজন করতে দেয় না প্রশাসন। তারপরেই শহরের বিভিন্ন জায়গায় ছটের পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত আয়োজন করা হয়। গঙ্গা সহ শহরের বিভিন্ন ছোট বড় পুকুর, ঝিলে ব্যবস্থা থাকে ছট পুজোর। সেই মতো এবারও কলকাতা পুরসভা এবং কেএমডিএ একযোগে সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে।