প্রেমের ‘জাল’ বিছিয়ে ঘনিষ্ঠতার পর ব্ল্যাকমেল! পানশালার গায়িকার বিরুদ্ধে থানায় বেহালার ব্যবসায়ী
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
অর্ণব আইচ: প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ৫০ লক্ষ টাকা ‘তোলাবাজি’র চেষ্টা। সঙ্গে ব্ল্যাকমেল ও হুমকি। পানশালার গায়িকার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন শহরের এক ব্যবসায়ী। এই ব্যাপারে বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী তাঁর অভিযোগে জানিয়েছেন যে, কয়েক মাস আগে একটি পানশালায় তাঁর সঙ্গে এক গায়িকা তথা নৃত্যশিল্পীর বন্ধুত্ব হয়। ক্রমে দুজনের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়ে ওঠে। এমনকী, দু’জন মিলে অনেক জায়গায় ঘুরতেও যান। আর সেই সময় থেকেই ওই ব্যবসায়ীর উপর টাকার জন্য চাপ দিতে থাকেন ওই যুবতী, অভিযোগ এমনই। মূলত, সেই কারণেই কিছুদিন ধরে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
ব্যবসায়ী যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। তখনই অভিযুক্ত ওই মহিলা তাঁকে ৫০ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন বলে দাবি। ব্যবসায়ীর অভিযোগ, অভিযুক্ত মহিলা হুমকি দেন, যদি তাঁর দাবি পূরণ না করা হয়, তাহলে তিনি দু’জনের আপত্তিকর ছবি ও ভিডিও ব্যবসায়ীর আত্মীয়স্বজন এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেবেন।
এছাড়াও, তিনি নাকি হুমকি দেন, টাকা না পেলে তিনি ব্যবসায়ীকে মিথ্যা ফৌজদারি মামলায় ফাঁসাবেন। শেষ পর্যন্ত অবস্থা চরমে যাওয়ার পর ব্যবসায়ী বেহালা থানায় অভিযোগ দায়ের করেন। এই মামলার তদন্ত চলছে। মোবাইল ও ল্যাপটপ থেকে ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।