অর্ণব আইচ: বাড়ি ফেরার সময় ‘অ্যাসিড আক্রান্ত’ তরুণী। অভিযোগের তির এক আত্মীয়ের দিকে। নির্যাতিতার দাবি, তাঁকে ভয় দেখানোর জন্যই একটি বোতলে করে তাঁর দিকে অ্যাসিড ছুড়েছেন অভিযুক্ত। যদিও ওই তরল পদার্থ আদৌ অ্যাসিড কি না, তা নিয়ে সন্দেহ পুলিশের। তিলজলার কুষ্টিয়া রোডের ঘটনা। ওই তরুণী পূর্ব কলকাতার থানায় অভিযোগ দায়ের করেছেন।
যে বোতলটি থেকে তরল ছোড়া হয়েছে বলে অভিযোগ, সেই বোতলটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নির্যাতিতার দাবি, রাতে তিনি বাড়ি ফিরছিলেন। তখনই তাঁর সামনে এসে পড়ে ওই প্লাস্টিকের বোতলটি। তার ভিতর ছিল কোনও তরল। সেই তরল তাঁর কাপড়ে গিয়ে পড়ে। কাপড় ক্ষতিগ্রস্ত হয়। তিনি চিৎকার করে ওঠেন।
তাঁর অভিযোগ অনুযায়ী, সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে কয়েকজন আত্মীয়র গোলমাল রয়েছে। তারই জেরে এক আত্মীয় তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে মারেন। ওই আত্মীয়কে আরও কয়েকজন ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ। যদিও এই ঘটনাটি অ্যাসিড হামলা কি না, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বোতলটির তরল অ্যাসিড কিনা তা জানতে পরীক্ষার ফলাফলের দিকে নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা।