হরিয়ানার IPS অফিসার ওয়াই পূরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন সেই রাজ্যের এক পুলিশ আধিকারিক। এই নিয়ে বিতর্ক মেটার আগেই আবার অভিযোগ উঠল এক IPS অফিসারের বিরুদ্ধে। এ বার যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ছত্তিসগড়ের এক IPS অফিসারের বিরুদ্ধে। রতনলাল ডাঙ্গি নামের ওই আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সেই রাজ্যেরই এক পুলিশ আধিকারিকের স্ত্রী। রতনলাল ডাঙ্গিও ওই সাব-ইন্সপেক্টরের স্ত্রীর বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ এনেছেন। এর পরেই এই অভিযোগ তদন্ত করে দেখার জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে ছত্তিসগড় পুলিশ।
পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার ছত্তিসগড় পুলিশ জানিয়েছে, গত ১৫ অক্টোবর রতনলাল ডাঙ্গির বিরুদ্ধে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক হেনস্থা করার অভিযোগ এনেছেন সেখানকার এক সাব-ইন্সপেক্টরের স্ত্রী। ওই মহিলার বিরুদ্ধেও ব্ল্যাকমেল করার পাল্টা অভিযোগ দায়ের করেছেন বর্তমানে রায়পুরের নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেট পুলিশ অ্যাকাডেমির ডিরেক্টর রতনলাল ডাঙ্গি। এই নিয়ে সেই রাজ্যের পুলিশের আইজি আনন্দ ছাবরা নেতৃত্বে দুই সদ্যসের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অন্য দিকে, বৃহস্পতিবারই ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, IPS বা IAS যে কোনও আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করে দেখা হয়। এই ক্ষেত্রেও নিরপেক্ষ তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
জানা গিয়েছে, ওই মহিলার অভিযোগ, রতনলাল ডাঙ্গি যখন কোবরা জেলার পুলিশ সুপার ছিলেন তখন স্বামীর বদলি করে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেন।
অন্য দিকে, ওই IPS অফিসারের দাবি, দীর্ঘ দিন ধরেই তাঁকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করেছেন ওই মহিলা। ওই মহিলা একটি বিউটি পার্লারে কাজ করেন। তিনি ২০২৩ সালে তাঁর কাছে টাকা নিয়েছিলেন বলেও দাবি করেন ওই আধিকারিক। ওই মহিলার জন্যই তাঁর পরিবারে অশান্তি লেগেছে এবং এই কারণে তিনি মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিলেন বলেও দাবি করেন ওই আধিকারিক।