• দুর্গাপুরের ঘটনায় টিআই প্যারেড, বিহারে নির্বাচনী প্রচারে মোদী, শুক্রবার কোন খবরে নজর?
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৫
  • একমাস বাকি নেই বিহারের বিধানসভা নির্বাচনের। শুক্রবার থেকেই লাগাতার নির্বাচনী প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিহারে টানা প্রচার করবেন তিনি। নির্বাচনের আগে কী বার্তা দেবেন মোদী? নজর থাকবে সেই দিকে?

    দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার ধর্ষণের ঘটনায় টিআই প্যারেড করা হবে। নির্যাতিতা ছাত্রী ফুলঝোড় সংশোধনাগারে গিয়ে টিআই প্যারেডে অংশগ্রহণ করবেন। টিআই প্যারেডের পরে এই ঘটনার তদন্তে কোন দিকে মোড় নেবে? নজর থাকবে।

    মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ ডাক্তাররা। শুক্রবার ৫ ঘণ্টার জন্যে কর্মবিরতি করবে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। শুক্রবার সকাল ন’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত এই প্রতীকী কর্মবিরতি চলবে। নজর থাকবে সেই দিকে।

    মধ্যপ্রদেশের অন্তত ১২২ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। ‘দেশি ফায়ার ক্র্যাকার গান’ বা ‘মিনি ক্যানন’ বা ‘কার্বাইড গান’-এর জন্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু শিশুর চোখ। ইতিমধ্যেই সেই রাজ্যের সরকার এই বাজি নিষিদ্ধ করেছে। এর মধ্যে ১৪ জন দৃষ্টিশক্তি হারিয়েছে। নজর থাকবে সেই খবরে।

  • Link to this news (এই সময়)