‘হর খুশি মে রং হ্যায়’, বিখ্যাত সেই বিজ্ঞাপনের স্রষ্টা পীযূষ পাণ্ডে প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বিপণনের জন্য ব্যবহৃত বিজ্ঞাপনকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন তিনি।
অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাতেকুরে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে বেসরকারি বাসে আগুন। মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
ক্যানাডার সঙ্গে সমস্ত বাণিজ্য সংক্রান্ত কথোপকথন বন্ধ করার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্যারিফ নীতি সংক্রান্ত বিষয়ে প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে ভুল উদ্ধৃত করার অভিযোগ তুলে ক্যানাডার বিরুদ্ধে সরব হয়েছিলেন ট্রাম্প। এর পরেই তাঁর এই বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্ত।
শুক্রবার এনডিএ-র জন্য ভোটের প্রচারে বিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সমস্তিপুরে সভা করবেন তিনি।
বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তবে তার সরাসরি প্রভাব এই রাজ্যের উপরে পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা।