• ঘটকপুকুর বাজারে ফল ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, ধৃত এক
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৫
  • জনবহুল বাজারে এক ফল ব্যবসায়ীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া ভাঙড়-১ নম্বর ব্লকের ঘটকপুকুর চৌমাথায়।

    স্থানীয় সূত্রে খবর আহত ব্যবসায়ীর নাম প্রবীর মণ্ডল। তিনি ঘটকপুকুর বাজারে ফল বিক্রি করেন। অভিযুক্ত যুবক সুব্রত মণ্ডল প্রবীরের বন্ধু এবং পূর্বপরিচিত। তাঁরা দু'জনেই ভাঙড়ের কালিকাপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে সুব্রত হঠাৎই প্রবীরের দোকানের পেছন দিক থেকে এসে তাঁর মাথায় হাঁসুয়া দিয়ে আঘাত করেন। এলাকার একটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই দৃশ্য।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছন ঘটকপুকুর ট্রাফিক পুলিশের কর্তব্যরৎ সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা এবং দেবাশিস হালদার। তাঁরা গিয়ে প্রবীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযুক্ত সুব্রত তখনও ঘটনাস্থলেই ছিলেন। তাঁকে ভাঙড় থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা। আহত প্রবীরকে পুলিশ নলমুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে। পাশাপাশি অভিযুক্ত যুবক সুব্রতর কাছ থেকে অস্ত্রটিও পাওয়া গিয়েছে।

    দীর্ঘদিনের বন্ধুত্ব থাকা সত্ত্বেও কী কারণে প্রবীরকে খুনের চেষ্টা করা হলো তার তদন্ত করছে পুলিশ। হামলার পিছনে পুরোনো শত্রুতা, টাকার লেনদেন বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)