• অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ কাণ্ড, বাইকে ধাক্কা মারার পরই চলন্ত বাসে আগুন! ঝলসে নিহত ১২ যাত্রী...
    আজকাল | ২৪ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত হলেন ১২ জন যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। এদের মধ্যে ১৮ জনকে জীবিত শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, বেশ কয়েকটি মৃতদেহ এতটাই ঝলসে গিয়েছে যে শনাক্ত করাই কঠিন হয়ে পড়েছে।

    সরকারি সূত্রে খবর, কাবেরী ট্রাভেলসের একটি দূরপাল্লার বাস হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। মাঝপথে ভোর সাড়ে তিনটে নাগাদ চিন্নাতেকুর এলাকায়  ওই বাসে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। তারপর কয়েক মিনিটেই সব শেষ।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, একটি বাইকে ধাক্কা মারার পর প্রথমে বাসের সামনের অংশে আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়ছে বুঝেই এই বাসের ১২ জন যাত্রী জরুরি বহির্গমন পথ ভেঙে পালিয়ে যেতে পেরেছিলেন। এঁদের মধ্যে কেউ কেউ সামান্য আহত হন। তাঁদের চিকিৎসার জন্য কুর্নুল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকি যাত্রীরা বেরতে পারেননি। আগুনে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। ঝলসে নিহত হন ১১ জন যাত্রী। 

    কীভাবে এই আগুন ধরল? এর উত্তর এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃষ্টির জেরে বাসটি প্রথমে একটি বাইকে ধাক্কা মেরেছিল। তা থেকেই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে।

    এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এক্স-এ তিনি লেখেন, 'কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি মর্মাহত। যাঁরা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সরকারি কর্তৃপক্ষ আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে।'

    ভয়াবহ এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
  • Link to this news (আজকাল)