• বাইকের সঙ্গে ধাক্কার পর বাসে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ২০ জন যাত্রী
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • বিশাখাপত্তনম, ২৪ অক্টোবর: অন্ধ্রপ্রদেশের কুর্নলে বাইকের সঙ্গে ধাক্কার পরেই চলন্ত বেসরকারি বাসে অগ্নিকাণ্ড। আর সেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে যাত্রীবাহী বাসটি। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। তারা সকলেই ওই বাসের যাত্রী বলে জানা গিয়েছে। আজ, শুক্রবার ভোররাতে ঘটেছে দুর্ঘটনাটি। বেসরকারি বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। মোট ৪০ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ১৮ জন জীবিত রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জীবিতদের মধ্যে ওই বাসে থাকা ১২ জন যাত্রীকে ইমার্জেন্সি গেটের কাচ ভেঙে বের করা হয়। অল্প জখম হয়েছেন ওই যাত্রীরা।তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওই প্রত্যক্ষদর্শীই জানিয়েছেন, বাইকের সঙ্গে ধাক্কা লাগার পর প্রথমে বাসটির সামনের দিকে আগুন লাগে। মুহূর্তে আগুনটি গোটা বাসে ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করেছে। যদিও আগুনে ঝলসে যাওয়ায় চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। এমনটাই জানিয়েছেন এক পুলিশ কর্তা। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)