• যোগীরাজ্যে দুষ্কৃতীদের হাতে খুন সাংবাদিক
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • প্রয়াগরাজ, ২৪ অক্টোবর: যোগীরাজ্যে ফের খুন সাংবাদিক। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিং(৫৪)। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিভিল লাইন্স থানার কাছে হর্ষ হোটেলের সামনে ওই সাংবাদিকের উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। লক্ষ্মী নারায়ণের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তাঁর পেটে বেশ কয়েকবার ওই ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা।যার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লক্ষ্মীবাবু। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা ওই সাংবাদিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় লক্ষ্মী নারায়ণের। পুলিশ দুই অভিযুক্তকে চিহ্নিত করে। তার মধ্যে একজনকে ধরতে গিয়ে পায়ে গুলি ছোড়েন পুলিশকর্মীরা। জখম অবস্থায় ওই দুষ্কৃতী ভর্তি হাসপাতালে। অপরজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)