গবাদি পশু খুঁজতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক প্রৌঢ়ের
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, নাগরাকাটা: হারিয়ে যাওয়া গবাদি পশু খুঁজতে গিয়ে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিউখুনিয়া বস্তিতে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই নিয়ে গত এক মাসে হাতির হামলায় শুধুমাত্র সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট চারজনের মৃত্যু হল। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শম্ভু মঙ্গর। বয়স ৫০।জানা গিয়েছে গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় শম্ভু মঙ্গরের গবাদি পশুটি বাড়িতে ফেরেনি। পাশেই রয়েছে পানঝোরা জঙ্গল। সেই জঙ্গলে গবাদি পশুগুলি দিনভর চড়ে বেড়ায়। প্রতিদিন শম্ভুর গবাদি পশুটি সারাদিন চড়ে বেড়ানোর পর বাড়ি ফিরে আসে। কিন্তু গতকাল সন্ধ্যায় তার গবাদি পশুটি আর বাড়ি ফেরেনি। হাতি অধ্যুষিত এলাকা বলে শম্ভু মঙ্গর রাতে গবাদি পশুর খোঁজার ঝুঁকি নেননি। তাই আজ, শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই বাড়ি থেকে বেরিয়ে বস্তির জমির মধ্যে গবাদি পশুটিকে খুঁজতে যায় শম্ভু। কিন্তু লুকিয়ে ছিল একটি হাতি।শম্ভু দেখতে না পেয়ে হাতিটির কাছে চলে যায়। তখনই হাতিটি তার উপর হামলা চালায়। শম্ভুকে পিষে দেয়। দেহ ছিন্নভিন্ন করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শম্ভুর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার পুলিশ। এরপর চলে আসে বনদপ্তর।