• লাঠিচার্জ বিতর্ক: সরলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান
    দৈনিক স্টেটসম্যান | ২৪ অক্টোবর ২০২৫
  • কালীপুজোর রাতে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জের অভিযোগের জেরে পদ থেকে সরানো হল কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, তাঁকে কোচবিহার থেকে বদলি করে রাজ্য সশস্ত্র বাহিনীর থার্ড ব্যাটেলিয়ন কমান্ডো ইউনিটে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কোচবিহারের নতুন পুলিশ সুপার হয়েছেন পশ্চিমাঞ্চলের ডিসি সন্দীপ কাঁড়া। অন্যদিকে, সন্দীপ কাঁড়ার জায়গায় দায়িত্ব নিয়েছেন এসএস, আইবি-র কুলদীপ সোনওয়ানে সুরেশ।

    ঘটনার সূত্রপাত কালীপুজোর রাত, অর্থাৎ সোমবারে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় বারোটা নাগাদ কোচবিহারে এসপি বাংলোর সামনে কয়েকজন স্থানীয় বাসিন্দা বাজি ফাটাচ্ছিলেন। অভিযোগ, সেই আওয়াজে পুলিশ সুপারের পোষ্য কুকুর বিরক্ত হচ্ছিল। এরপর ক্ষুব্ধ দ্যুতিমান ভট্টাচার্য বাড়ির পোশাকেই বাইরে বেরিয়ে এসে বাজি ফাটানো মানুষদের উপর লাঠিচার্জ করেন। এতে কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে চারজন শিশু।

    পরদিন মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ ও পথ অবরোধ করেন। পুলিশ সেখান থেকে দশজনকে গ্রেপ্তার করে, যাঁদের মধ্যে তিনজন পরে জামিন পান, বাকিরা এখনও হেফাজতে রয়েছেন। ঘটনা ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার দ্যুতিমান ভট্টাচার্যের বদলির নির্দেশ আসে, যা কার্যত প্রশাসনের কড়া বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)