• SSKM-এ নাবালিকার শ্লীলতাহানি! ঠিক কী ঘটেছিল? তড়িঘড়ি রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের
    প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
  • অভিরূপ দাস: এসএসকেএমে নাবালিকার ‘শ্লীলতাহানি’র ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্যভবন। ট্রমা কেয়ারের মতো বিভাগে ওয়ার্ডের ভিতরে কীভাবে ঢুকল অভিযুক্ত? কীভাবেই বা ঘটল ওই ঘটনা? এসএসকেএমের এমএসভিপির কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। 

    জানা গিয়েছে, বুধবার পরিবারের সঙ্গে ১৫ বছরের নাবালিকা এসএসকেএম হাসপাতালে এসেছিল। অভিযোগ, সেই সময় নাবালিকাকে নির্যাতিতাকে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বর্তমানে এনআরএসসের অস্থায়ী কর্মী অমিত মল্লিক। এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

    জানা গিয়েছে, অভিযুক্ত এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী। অভিযুক্ত আগে এসএসকেএম হাসপাতাল কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁকে এসএসকেএম কার্ডিওলজি বিভাগেও দেখা যায় বলে দাবি একাংশের। অনেকেই বলছেন অমিত দালালি করেন হাসপাতালে। নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দিয়ে সেখান থেকে ওই নাবালিকাকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে যান তিনি। সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

    কিন্তু হাসপাতালের অন্দরে এভাবে ওই প্রাক্তন কর্মী নিয়মিত যাতায়াত করেন কীভাবে? ট্রমা কেয়ার সেন্টারের মতো গুরুত্বপূর্ণ বিভাগের অন্দরে এই ঘটনা ঘটল কীভাবে? পুরো ঘটনার সত্যতাই বা কী? সবটা জানতে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। সূত্রের খবর, স্বাস্থ্য সচিব নিজে বিষয়টি খতিয়ে দেখতে চান। পুরো ঘটনার বিবরণ চেয়ে এমএসভিপিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)