• সন্দেশখালি : তদন্তে ফের সক্রিয় CBI, শেখ শাহজাহানের অনুগামীদের অস্থায়ী ক্যাম্পে তলব
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৫
  • এই সময়, সন্দেশখালি: সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডির আধিকারিকদের উপরে হামলার ঘটনার তদন্তে ফের সক্রিয় হলো সিবিআই। ইডির উপরে হামলার ঘটনার তদন্তে নতুন করে সন্দেশখালির একাধিক তৃণমূল নেতাকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বেশ কয়েকজন অনুগামী তথা এলাকার তৃণমূল নেতাকে ধামাখালিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়। এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা ক্যাম্পে গিয়ে হাজিরা দেন। ঘণ্টা তিনেক ধরে চলে জিজ্ঞাসাবাদ।

    ২০২৪ সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের সন্দেশখালির আকুঞ্জিপাড়ার বাড়িতে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত হাতে নেয় সিবিআই। গ্রেপ্তার হন শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা। এ দিন সন্দেশখালির বেশ কয়েকজন শাহজাহানের অনুগামী বলে পরিচিত তৃণমূল নেতা ধামাখালির সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে যান।

    তাঁদের মধ্যে ছিলেন সন্দেশখালি–১ ব্লক তৃণমূলের সভাপতি ইমাম আলি গাজি, সন্দেশখালি–২ পঞ্চায়েত সমিতির সভাপতি রউফানা ইয়াসমিন, আজীবর মোল্লা। পরে সিবিআইয়ের চার সদস্যের একটি দল শেখ শাহাজাহানের মার্কেট পরিদর্শন করেন ও মার্কেটে থাকা দোকানদারদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন।

  • Link to this news (এই সময়)