• বিষ্ণুপুরে জাতীয় সড়কে দুই বাসের সংঘর্ষ, দুর্ঘটনায় আহত ১৬
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৫
  • সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিষ্ণুপুরে। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক ডায়মন্ড হারবার রোড নামেও পরিচিত।

    স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালে ভাষা পাম্প ভিলেজের সামনে দুর্ঘটনা ঘটে। আমতলার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি দু'টি বাস। একটি বাস রায়চক রুটের। সেটি কলকাতার দিকে যাচ্ছিল। অন্য বাস ২৩৫ নম্বর রুটের। ওই বাস আমতলা থেকে রাজাবাজারের দিকে যাচ্ছিল। অভিযোগ, রাজাবাজারগামী বাসের চালক কলকাতাগামী বাসকে ওভারটেক করছিলেন। ওভারটেক করার সময়ে একটি বাইক সামনে চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ককাতাগামী বাসকে ধাক্কা মারে।

    সংঘর্ষের তীব্রতায় বাসের জানলা ভেঙে যাত্রীরা বাইরে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধারকাজে সাহায্য করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজট হয়। ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

  • Link to this news (এই সময়)