• ৫০ বেডের ক্রিটিকাল কেয়ার ইউনিট তৈরি হবে বর্ধমান মেডিক্যালে
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৫
  • এই সময়, বর্ধমান: ক্রিটিকাল কেয়ার ইউনিটের ব্যবস্থা হচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ৫০ বেডের এই ইউনিটের জন্য তিন তলা একটি ভবন নির্মাণ করা হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ভবন নির্মাণের জন্য ২৭ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। কাজ শুরু হবে খুব শীঘ্রই।

    এই ক্রিটিকাল কেয়ার ইউনিটে থাকবে অত্যাধুনিক অপারেশন থিয়েটার থেকে আধুনিক সমস্ত যন্ত্রপাতি, অর্থপেডিক্স ও নিউরো-সহ সার্জারির সমস্ত বিভাগ। এটি তৈরি হলে বিভিন্ন দুর্ঘটনায় আহত অনেক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বৃহস্পতিবার এ খবর জানিয়ে বলেন, 'পুরোনো রাধারানি ওয়ার্ডটি ভেঙে তৈরি করা হবে এই ক্রিটিকাল ইউনিট।'

    স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখানে রোগীরা ক্রিটিকাল ইনটেনসিভকেয়ার পাবেন। বর্তমানে শয্যার সংখ্যা কম থাকায় অনেক সময়ে প্রয়োজন থাকলেও রোগীকে এই পরিষেবা দেওয়া সম্ভব হয় না। পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে থাকবে। আরও জানা গিয়েছে, প্রতিটি জেলাতেই এমন পরিষেবা চালু করা হচ্ছে। যে সব জেলায় জনসংখ্যা ৫ লক্ষ, সেই সব জায়গায় জনসংখ্যার নিরিখে ৫০ বা ১০০ শয্যার ক্রিটিকাল কেয়ার ব্লক গড়ে তোলা হচ্ছে।

  • Link to this news (এই সময়)