মধ্য কলকাতার বুকে অবস্থিত হোটেলের একটি কামরা বুক করেছিলেন কয়েকজন। শুক্রবার সকালের দিকে তাঁরা হোটেলের রুমে চেক ইন করেন। হোটেলের কামরায় ঢুকে দুর্গন্ধ পান তাঁরা। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানোর পরে রুম ফ্রেশনার দেওয়া থেকে শুরু করে গোটা ঘর ফের পরিষ্কারও করে দেন কর্তৃপক্ষ। কিন্তু তার পরেও দুর্গন্ধ যায়নি। অগত্যা ফের হোটেলের কর্মীদের রুমে ডাকেন তাঁরা। বিষয়টি নিয়ে খটকা লাগে হোটেলের কর্মীদেরও। তাঁরা রুমটি খতিয়ে দেখেন। কৌতূহলবশত বক্স খাটের ভিতরে উঁকি দিতেই হাড়হিম হয়ে যায় সেখানে উপস্থিত প্রত্যেকের। খাটের মধ্যে লোকানো একটি দেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে রফি আহমেদ কিদওয়াই রোডের উপরে অবস্থিত একটি হোটেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দেহটি উদ্ধার করা হয়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ওই দেহটি কার, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছে, ওই কামরাটি দুই যুবককে ভাড়া দেওয়া হয়েছিল নির্দিষ্ট পরিচয়পত্রের প্রমাণ জমা রেখে। সেই সমস্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই দেহটি কার? কোন উদ্দেশ্যেই বা তাঁকে খুন করা হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।