মুম্বই, ২৪ অক্টোবর: একটি নামী মোবাইল নেটওয়ার্কের কোম্পানির বিজ্ঞাপনে দেখা যেত পাগ কুকুরকে। তারপর থেকেই কুকুরের ওই প্রজাতিটির পরিচিতি বাড়তে থাকে। আবার ফেভিকলের ক্ষমতা বোঝাতে বিজ্ঞাপনে ব্যবহার করা হতো বিভিন্ন কৌশলি বিষয়। এইসবই যার মস্তিস্ক প্রসূত ছিল তিনি আজ, শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ‘অ্যাডম্যান’ নামে খ্যাত পীযূষ পাণ্ডে প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭০। এদিনই মুম্বইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে পীযূষের। বিজ্ঞাপন জগতে চারদশক ধরে কাজ করেছেন তিনি।ফেভিকল, এশিয়ান পেইন্টস, ক্যাডব্যারি, ফরচুন তেল, লুনার মতো কোম্পানির চটকদারি বিজ্ঞাপন তাঁরই সৃষ্টি। জন আব্রাহামের ‘মাদ্রাজ কাফে’ সিনেমাতে অভিনয়ও করেছিলেন পীযূষ। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতী তাঁর শরীরে সংক্রমণ হয়। ব্রিটিশ বিজ্ঞাপন কোম্পানি ওগিলভি’র সিইও এবং ভারতবর্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন পীযূষ পাণ্ডে। ১৯৮২ সালে প্রথম বিজ্ঞাপনের কাজ করেন তিনি। একটি ডিটারজেন্ট কোম্পানির বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু করেছিলেন পীযূষ। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।