• আত্মঘাতী হামলা রুখে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল, গ্রেফতার দুই সন্দেহভাজন আইএস মদতপুষ্ট জঙ্গি
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি, ২৪ অক্টোবর: রাজধানী দিল্লিতে বড়সড় আত্মঘাতী হামলা রুখে দিল পুলিশ। গ্রেফতার দুই আইএস মদতপুষ্ট জঙ্গি। দিল্লি পুলিশের স্পেশাল সেল ওই সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে খবর, দিল্লিতে জনবহুল এলাকায় আত্মঘাতী হামলা চালানোর ছক ছিল ধৃতদের। ভারতে বড়সড় হামলা চালানোর ছক রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির। এই কাজে তারা সাহায্য নিচ্ছে আইএসের। এই খবর বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারকে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেইমতো বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে এখন উৎসবের সময়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।সেইমতোই দক্ষিণ দিল্লি ও মধ্যপ্রদেশ থেকে দুই আইএস মদতপুষ্ট সন্দেহভাজন জঙ্গির সন্ধান পায় পুলিশ। তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সূত্রের খবর, হামলা চালানোর জন্য প্রাথমিক পর্যায়ের কাজ সেরে ফেলেছিল ধৃতরা। আইইডি বানাচ্ছিল। এক হ্যান্ডেলারের মাধ্যমে আইএসের শীর্ষ কমান্ডারের সঙ্গে যোগাযোগ ছিল ধৃতদের। ওই দুই সন্দেহভাজন জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা দপ্তর, আইবি ও একাধিক সংস্থা। এই আত্মঘাতী হামলার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালানো হচ্ছে। আর কারা যুক্ত রয়েছে, অন্য কোনও পরিকল্পনা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে গোয়েন্দাদের তরফে।পরিস্থিতির কথা মাথাতে রেখে গোটা দেশেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে মেট্রো শহরে পুলিশদের কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের নেটওয়ার্ক কতদূর এবং আর কেউ যুক্ত রয়েছে কিনা তদন্ত করে দেখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।    
  • Link to this news (বর্তমান)