• বন্যা দুর্গত এলাকায় ভাইফোঁটায় শামিল তৃণমূল ও সিপিএম নেতারা, দেখা মিলল না বিজেপির
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভোট সামনে, তাই ভাইফোঁটাকে হাতিয়ার করে পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছে রাজ্যের শাসক দল, কটাক্ষ গেরুয়া শিবিরের। তৃণমূলের অবশ্য তোপ, বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ায়নি বিজেপি। উল্টে তারা যখন দুর্গত এলাকায় ত্রাণ শিবিরে গিয়ে ভাইফোঁটার উৎসবে শামিল হচ্ছেন, তখন তার মধ্যেও রাজনীতি খোঁজার চেষ্টা করছে গেরুয়া শিবির। আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দেবে। সবমিলিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ময়নাগুড়ির আমগুড়ি পঞ্চায়েতের বেদগারা খাটোরবাড়ি এলাকায় বাঁধের উপর আশ্রয় নেওয়া দুর্গতদের কাছ থেকে ভাইফোঁটা নিয়েছেন যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায়। ওই এলাকার দুর্গতরা যাতে তাঁদের বোন, দিদিদের ফোঁটা দিতে পারেন, তারও ব্যবস্থা করা হয় তৃণমূলের তরফে। অন্যদিকে, ধূপগুড়ির গধেয়ারকুঠি এলাকায় বন্যা দুর্গতদের কাছ থেকে ভাইফোঁটা নেন সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র সহ দলের নেতা কর্মীরা। আর তা নিয়েই শুরু রাজনৈতিক চাপানউতোর।যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায় বলেন, প্রথম দিন থেকে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী দুবার এসেছেন। প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে দুর্গতদের জন্য। দলের তরফে আমরাও পাশে রয়েছি। দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে দীপাবলি পালন করেছি। বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষজন যাতে ভাইফোঁটার উৎসব পালন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছিল। আমি নিজেও দুর্গতদের কাছ থেকে ফোঁটা নিয়েছি। দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে বিজেপিকে কোথাও দেখা যায়নি। এখন ওরা রাজনীতি খোঁজার চেষ্টা করলে মানুষ ওদের জবাব দেবে। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, কে কী বলছে বা করছে জানি না। প্রথম দিন থেকে আমরা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। ধূপগুড়িতে আমাদের রান্নাঘর চালু আছে। ভাইফোঁটায় সেখানেই গিয়েছিলাম। সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করতে ওদের সঙ্গে ভাইফোঁটার উৎসবে শামিল হয়েছি। বিজেপির জলপাইগুড়ি জেলা নেতা শ্যামপ্রসাদের অবশ্য তোপ, ভাইফোঁটা তো আজকের বিষয় নয়। তাহলে এতদিন কখনও বাঁধের বাসিন্দাদের কাছে ফোঁটা নিতে যেতে দেখা যায়নি, আজ হঠাৎ সেখানে নেতারা ফোঁটা নিতে ছুটছেন কেন? এর মানে তাঁদের পায়ের তলার মাটি নেই। বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তৃণমূল ত্রাণ লুট করেছে। বিজেপির সাংসদ, বিধায়করা দুর্গত এলাকায় গেলে তাঁদের উপর হামলা করছে। এর ফল ভোট বাক্সে পাবে তৃণমূল।বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায় বলেন, ভাইফোঁটা পবিত্র একটি উৎসব। তবে একটি উৎসবকে কেন্দ্র করে কে, কোথায় গেলেন সেটা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই। দুর্গত এলাকার মানুষের পাশে প্রথম দিন থেকে আমাদের দলের কর্মীরা আছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা দুর্গতদের পাশে থাকব।
  • Link to this news (বর্তমান)