• মানুষ-বন্যপ্রাণীর সংঘাতে রাশ টানতে জলদাপাড়ায় শুরু স্পেশাল মাইকিং
    বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাতির হামলায় গত বুধবার তিনজনের মৃত্যুর পর মানুষ-বন্যপ্রাণীর সংঘাতে রাশ টানতে জলদাপাড়ায় স্পেশাল মাইকিং শুরু করল বনদপ্তর। জাতীয় উদ্যানের নয়টি রেঞ্জ ও দুটি এ্যালিফ্যান্ট রেঞ্জেই এই প্রচার অভিযান শুরু হয়েছে। মাইকিংয়ে জ্বালানি কাঠ, গবাদি পশুদের চড়ানো ও মাছ ধরার জন্য জঙ্গলে ঢুকতে নিষেধ করা হচ্ছে বাসিন্দাদের। মাইকিংয়ে বলা হচ্ছে সন্ধ্যার পর জঙ্গল লাগোয়া রাস্তার পাশে কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ফোনের ব্যবহার না করে। পলি পড়ে তৃণভূমি নষ্ট হওয়ায় জঙ্গলে এখন খাদ্যের টান পড়েছে।ফলে  ধান পাকার মরশুমে বন্যপ্রাণীরা আরও বেশি করে লোকালয়ে চলে আসতে পারে। মাইকিং করে বাসিন্দাদের বলা হচ্ছে কোথাও হাতির উপস্থিতি টের পাওয়া গেলে সঙ্গে সঙ্গে যেন বনকর্মীদের জানানো হয়। মাইকিংয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে জঙ্গলের পাশে কেউ যেন দেশি মদ তৈরি না করে। কারণ হাতিরা অ্যালকোহল যুক্ত খাবার পছন্দ করে। জলদাপাড়ার ডিএফও প্রবীন কাসোয়ান বলেন, এখন ধান পাকার মরশুম । তার উপর সম্প্রতি একসঙ্গে তিন বাসিন্দার মৃত্যু হয়েছে হাতির হামলায়। তার জন্য কেউ যাতে জঙ্গলে না ঢোকে তার জন্য স্পেশাল মাইকিং শুরু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)