পার্ক স্ট্রিটে একটি হোটেলের ঘর থেকে যুবকের পচা গলা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বর্তমান | ২৪ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে একটি হোটেল থেকে এক যুবকের পচা গলা দেহ উদ্ধার। মৃতের নাম রাহুল লাল। রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। দেহটিতে পচন ধরেছে বলে সূত্রের খবর। হোটেলের ঘরের খাটের বক্সের মধ্যে ছিল দেহটি। সূত্রের খবর, গত ২২ অক্টোবর ওই হোটেলে ওঠেন দুই ব্যক্তি। তখন নিজের ঘরেই ছিলেন রাহুল। সেদিনই রাতে ১১টা নাগাট হোটেল ছেড়ে দেন ওই দুই ব্যক্তি। তবে তাদের নাম ও পরিচয় ভুয়ো ছিল বলে জানা গিয়েছে।অনুমান, ওই দুই ব্যক্তিই রাহুলকে খুন করে খাটের বক্সে ভরে রেখেছিল। আজ, শুক্রবার সকালে বিষয়টি সামনে আসে। নানা অপরাধের সঙ্গে ছিলেন রাহুল, জানিয়েছে পুলিশ। ওই দুই ব্যক্তিই খুন করেছে রাহুলকে নাকি অন্য কেউ, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের কারণও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছে হোটেল কর্তৃপক্ষ।