ভাইফোঁটার শুভক্ষণে বোনেদের প্রতি দায়িত্ববোধের বার্তা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রতি বছরের মতো এ বছরও চেতলা অগ্রণীতে আয়োজিত হয়েছিল ভাইফোঁটার অনুষ্ঠান। সেখানেই বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এদিন মেয়রকে ফোঁটা দেন। উৎসবের আবহে বোনেদের হাত থেকে ফোঁটা নিয়ে মেয়র প্রতিশ্রুতি দেন, বোনেদের সুরক্ষার জন্য সবসময় লড়াই করবেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘ধর্মেরও ঊর্ধ্বে সম্পর্ক। ভাই-বোনের বন্ধন কোনও ধর্ম মানে না। এটাই আমাদের বাংলার সংস্কৃতি।’
তিনি আরও বলেন, ‘যাঁরা মেয়েদের অসম্মান করে, তারা মানুষ নয়। তাঁদের সমাজ থেকে দূরে রাখতে হবে। একজন নারীর অসম্মান মানে গোটা মানবজাতির লজ্জা। আজ যেভাবে আমাদের বোনেরা আমাদের দীর্ঘায়ু কামনা করছে, তেমনই আমাদেরও শপথ নিতে হবে। বোনেদের সম্মান রক্ষায় প্রয়োজনে প্রাণ দিতেও পিছপা হব না।’ মেয়র আরও বলেন, ‘প্রত্যেকের ঘরেই মা, বোন আছেন। যারা মেয়েদের সম্মান করে না, তারাই পশুর মতো আচরণ করে। এখন সময় এসেছে সমাজের সবাইকে একজোট হয়ে এই মানসিকতার বিরুদ্ধে দাঁড়ানোর।’
দীর্ঘদিন ধরেই শুধু প্রশাসনিক কাজ নয়, ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নিয়েও রাজনীতির মঞ্চে আলাদা জায়গা তৈরি করেছেন ফিরহাদ হাকিম। মুসলমান ধর্মাবলম্বী হয়েও দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, সব উৎসবে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজ্যের ধর্মনিরপেক্ষতার এক বাস্তব উদাহরণ। ফিরহাদের কথায়, ‘বাংলার মাটি শেখায় মিলেমিশে থাকতে, ধর্মের ঊর্ধ্বে সম্পর্ক গড়ে তুলতে। ভাই-বোনের এই বন্ধন সেই মানবিকতার নিদর্শন।’