নার্সিংহোমে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির হাকিমপাড়ায়। বৃহস্পতিবার রাতে এলাকাবাসী ও রোগীদের পরিজনেরা ওই নার্সিংহোমের বিভিন্ন ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর জানা যায়, আইসিইউতে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। যদিও আগুন লাগার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
দমকল সূত্রে খবর, নার্সিংহোমের ডায়ালিসিস ইউনিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। অভিযোগ নার্সিংহোমে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও দক্ষ কর্মী না থাকার ফলে আগুনের নেভানোর কাজ তাড়াতাড়ি শুরু করা যায়নি। এক্ষেত্রে হাসপাতালের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নার্সিংহোমে ভর্তি থাকা এক রোগীর পরিবারের সদস্য বলেন, ‘আমি আমার বৌ-সন্তানকে নিজেই ওয়ার্ড থেকে নামিয়ে সুরক্ষিত জায়গায় সরিয়েছি। হাসপাতালের কর্মীরা কোনও সাহায্য করেননি।’
রাতেই ঘটনাস্থলে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং শিলিগুড়ি থানার পুলিশ ও পানিট্যাংকি আউটপোস্টের পুলিশত। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে বলে খবর। পুলিশ ও দমকল অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখছে। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বিভাস ভৌমিক বলেন, ‘হাসপাতালে ঘটনার সময় পর্যাপ্ত কর্মী ছিলেন। ঘটনায় কেউ কেউ ঘাবড়ে গিয়েছিল। অগ্নিনির্বাপণের কর্মীরাও কাজ করেছেন। কোনও রোগীর ক্ষতি হয়নি।’