মেট্রো রেলের আজ জন্মদিন, ৪১ বছরে পড়ল কলকাতা মেট্রো
দৈনিক স্টেটসম্যান | ২৪ অক্টোবর ২০২৫
শুক্রবার, ২৪ অক্টোবর কলকাতা মেট্রো রেলের জন্মদিন। ৪১ বছরে পা দিল কলকাতা মেট্রো রেল। জন্মদিন উপলক্ষে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোর সাফল্য গাথা তুলে ধরা হয়।
দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হয়েছিল ১৯৮৪ সালের আজকের দিনে। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হয় কলকাতা মেট্রো রেলের। তখন এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বর্তমানে নেতাজি ভবন পর্যন্ত মাত্র ৩.৪ কিলোমিটার পথ চলত মেট্রো। এই যাত্রার মধ্য দিয়ে কলকাতার যাত্রী পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটে।
কলকাতা মেট্রোর পরিকল্পনা ব্রিটিশ আমলে শুরু হলেও বাস্তবায়িত হয় স্বাধীনতার পর। ১৯৭২ সালে প্রকল্পের কাজ শুরু হয়। প্রযুক্তিগত ও আর্থিক প্রতিবন্ধকতা মোকাবিলার পর অবশেষে ১৯৮৪ সালে যাত্রা শুরু করে কলাকাতা মেট্রো। প্রথম দিন থেকেই মেট্রোকে শহরের ‘প্রাণ’ বলা হয়।
বর্তমানে কলকাতা মেট্রো শুধু শহরের কেন্দ্র নয়, শহরতলি পর্যন্ত বিস্তৃত। ব্লু লাইন, গ্রিন লাইন, পারপল লাইন, ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন সহ কয়েকটি রুটে মেট্রো চলছে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী মেট্রোর মাধ্যমে যাতায়াত করে। মেট্রোর মাধ্যমে দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রা করা সম্ভব। বর্তমানে কলকাতার জীবনযাত্রায় এক অভিন্ন অংশে পরিণত হয়েছে।
এসপ্ল্যানেড ছাড়াও বিভিন্ন স্টেশনে ৪১ তম জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছেন। স্মারক প্রদর্শনী এবং পুরানো ছবি প্রদর্শনের মাধ্যমে শহরের নতুন প্রজন্মকে মেট্রোর ইতিহাসের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। কলকাতা শহরের আধুনিকতা এবং গতির প্রতীক মেট্রো। বর্তমানে মেট্রো কলকাতার জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। কলকাতার যানবাহনের ইতিহাসে তাই আজকের দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এক দিন।