৬ হবু উপাচার্যকে ডেকে পাঠালেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২৭ অক্টোবর রাজভবনে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। সম্প্রতি সুপ্রিম কোর্টের গঠিত কমিটি রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেয়। এই ৮ জনের মধ্যে ২ জনের নামে আপত্তি জানান রাজ্যপাল। বাকি ৬ জনকে রাজভবনকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। দীর্ঘ কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সেই কারণে সোমবার ওই ৬ ভাবী উপাচার্যের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে।
সুপ্রিম কোর্টের গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে চলেছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাচ্ছেন আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্যায়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।