• শত শত ভোটার কার্ড ভবঘুরের ব্যাগে! কোনও চক্র কাজ করছে? আতঙ্কের কল্যাণী...
    ২৪ ঘন্টা | ২৪ অক্টোবর ২০২৫
  • বিশ্বজিত্‍ মিত্র: কল্যাণীতে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার শতাধিক ভোটের আইকার্ড। নদীয়া জেলার কল্যাণী ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চরে ভবঘুরে এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল শতাধিক ভোটের আই কার্ড। মাঝের চর পুকুরপাড় এলাকার দুই যুবক ভবঘুরে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয়। 

    তারপরই জিজ্ঞাসাবাদ করতে এবং তার ব্যাগ খতিয়ে দেখতেই ব্যাক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় শতাধিক ভোটার আইকার্ডগুলো। যার মধ্যে রয়েছে তিনটি ডিজিটাল কার্ড ছিল, যা আসামের। বাকি সব কল্যাণীর বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশে জেলাগুলোর। সন্দেহভাজন ব্যক্তিকে এলাকার মানুষ আটকে রেখে খবর দেয় কল্যাণী থানায়।

    খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দফতরেও। কল্যানী থানায় পুলিস এসে ওই ভোটার আই কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে তার নাম উত্তম প্রসাদ। হিন্দমোটর এলাকার বাসিন্দা। কল্যাণী সীমান্তে তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন।

    বাইরে বেরিয়ে রাস্তার ধারে ঘাস দিয়ে চাপা অবস্থায় এই ভোটার আই কার্ডগুলো দেখতে পান তিনি। ঘাস সরিয়ে এই ভোটার আই কার্ডগুলো তার নিজের কাছে রাখেন। এরপরই প্রশ্ন উঠছে এত ভোটeর আই কার্ড কি করছিল?  কল্যাণী রাস্তার পাশে কি করে এল? কারাই বা রাখল? কেনই বা ঘাসের স্তুপ দিয়ে ঢাকা দেওয়া ছিল?

  • Link to this news (২৪ ঘন্টা)