রাজ্যে বিনিয়োগ টানতে ‘ইনভেস্ট ইউপি’, বড় পদক্ষেপ যোগী সরকারের
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকার এবার রাজ্যের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে এক বড় সিদ্ধান্ত নিল। এবার দেশের পাঁচটি প্রধান মেট্রো শহর— মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই এবং নয়াদিল্লিতে খোলা হচ্ছে ‘ইনভেস্ট ইউপি’-এর স্যাটেলাইট বিনিয়োগ প্রসার দপ্তর। দেশের গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্রগুলি থেকে সরাসরি উত্তরপ্রদেশে মূলধনী বিনিয়োগ আকর্ষণ করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
রাজ্যে শিল্পোন্নয়নকে নতুন গতি দিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই ‘ইনভেস্ট ইউপি’-এর পুনর্গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এই স্যাটেলাইট দপ্তরগুলি সেই পুনর্গঠন প্রক্রিয়ারই অংশ। প্রতিটি দপ্তরে থাকবে আটজনের একটি বিশেষ দল। এই দলে থাকবেন একজন জেনারেল ম্যানেজার, একজন সহকারী জেনারেল ম্যানেজার, দু’জন উদ্যমী মিত্র, দু’জন কার্যনির্বাহী এবং দু’জন দপ্তর সহায়ক। এই পাঁচটি দপ্তর পরিচালনায় মোট বার্ষিক খরচ ১২ কোটি টাকারও বেশি হতে পারে বলে অনুমান করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি স্যাটেলাইট অফিস সংশ্লিষ্ট শহরের শিল্প এবং ভৌগোলিক শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত ক্ষেত্রগুলিতে নজরদারি চালাবে। ইনভেস্ট ইউপি-এর প্রধান কেন্দ্র এবং এশিয়া-ইউরোপীয় ইউনিয়ন ফেসিলিটেশন অফিস হিসেবে কাজ করবে নয়াদিল্লি।
এর ফলে উত্তরপ্রদেশের ‘ইজ অফ ডুইং বিজনেস’ ভাবমূর্তি আরও শক্তিশালী হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশ বর্তমানে বিনিয়োগকারীদের জন্য ফার্স্ট চয়েজ হয়ে উঠেছে। এই স্যাটেলাইট অফিসগুলি একটি সেতু হিসেবে কাজ করবে, যা দেশের শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্রগুলিতে উত্তরপ্রদেশের সহজ যোগাযোগ তৈরি হয়।