বিনিয়োগে নতুন জোয়ার, যোগীর নেতৃত্বে ফোকাস ডেস্কের মাধ্যমে শিল্পে বৈপ্লবিক পরিবর্তন
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ এখন বিনিয়োগের প্রধান কেন্দ্র। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে ভারতের সবচেয়ে গতিশীল বিনিয়োগ কেন্দ্র হিসেবে উঠে আসছে উত্তরপ্রদেশের নাম। ‘ইনভেস্ট ইউপি’-এর অধীনে ফোকাস সেক্টর ডেস্ক তৈরি হয়েছে। এই ডেস্কগুলি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রাজ্যে।
শিল্পক্ষেত্রে কাজের প্রক্রিয়াকে অনেক সহজ করে তুলেছে সেক্টর ডেস্ক। এর ফলে রাজ্যের শিল্প ভাবমূর্তি উন্নত হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগীর স্পষ্ট নির্দেশনা মেনেই এই ডেস্কগুলি কোটি কোটি টাকার বিনিয়োগ আনছে রাজ্যে। বস্ত্র, অটোমোবাইল, কেমিক্যাল, ইলেকট্রনিক্স এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার—সমস্ত গুরুত্বপূর্ণ খাতেই নজর দেওয়া হচ্ছে।
বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। ITTA, CII, CITI-এর মতো শিল্প সংস্থাগুলির সহযোগিতায় বস্ত্র খাতে গ্রাসিম, ট্রাইডেন্ট, রিলায়েন্সের মতো বড় সংস্থাগুলি রাজ্যে বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে। এটি রাজ্যের শিল্প অগ্রগতিকে আরও শক্তিশালী করে তুলবে। অশোক লেল্যান্ড, মিন্ডা এবং টাটা মোটরস উত্তরপ্রদেশে বিনিয়োগ করতে প্রস্তুত। কেমিক্যালস খাতেও বিনিয়োগের বড় পরিকল্পনা চলছে। ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল (ICC)-এর সাহায্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দীপক নাইট্রাইটের মতো কোম্পানিগুলো কাজ করছে।
উত্তরপ্রদেশ দেশের পরবর্তী টেক ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে। ন্যাসকমের সমর্থনে অ্যাডোব, এএমডি এবং জেপি মরগানের মতো বৈশ্বিক সংস্থাগুলো উত্তরপ্রদেশে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করছে। এই সম্মিলিত প্রচেষ্টাগুলি ‘বিকশিত উত্তরপ্রদেশ, বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণের দিকে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।