যোগীরাজ্যে এনকাউন্টারে খতম গ্যাংস্টার ফয়জল, মাথার দাম ছিল ১ লক্ষ টাকা
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তরপ্রদেশের এনকাউন্টারে খতম দাগি অপরাধী। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের ঝিনঝানা এলাকার ভোগি মাজরা গ্রামে অভিযান চলাকালীন পুলিশের গুলিতে মৃত্যু হল সঞ্জীব সজিবা গ্যাংয়ের শার্প শুটার ফয়জল। যার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। এই অভিযান চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এক কনস্টেবল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফয়জলের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ ১৭টি অপরাধমূলক মামলা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক এই অপরাধীর সন্ধান পেতে পুলিশ এক লক্ষ টাকা মাথার দাম ঘোষণা করে। সম্প্রতি বারনায়ি গ্রামে এক দম্পতির মোটরসাইকেল, মোবাইল ও ৩০০০ টাকা ডাকাতি করে ফয়জল ও তার সহযোগীরা। খবর পেয়ে দ্রুত সেখানে যায় পুলিশ। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পুলিশের হাত থেকে পালাতে গুলি চালায় ফয়জল। পালটা জবাব দেয় পুলিশ। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর গুরুতর আহত হয় ফয়জল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযানে এক কনস্টেবলের পায়ে গুলি লেগেছে।
পুলিশ সুপার নরেন্দ্রপ্রতাপ সিং বলেন, “এই দুর্বৃত্ত ফয়জল ভয়ংকর দুষ্কৃতী দল সঞ্জীব গ্যাংয়ের শার্প শুটার। সম্প্রতি জেলায় দুটি ডাকাতিতে তার নাম উঠেছিল। এই অপরাধীর মাথার দাম ছিল এক লক্ষ টাকা।” উল্লেখ্য, রিপোর্ট বলছে সাম্প্রতিক সময়ে এনকাউন্টারের সংখ্যা ফের বেড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। মাসদেড়েক আগে এসটিএফের এনকাউন্টারে খতম হয় আর এক দাগি অপরাধী শাহরুখ পাঠান। গত মাসে খুন, ডাকাতি-সহ ৩৬টি গুরুতর মামলায় অভিযুক্ত কুখ্যাত অপরাধী নইমকে এককাউন্টারে মারে করে পুলিশ। যার মাথার দাম ছিল এক লক্ষ টাকা। নইম নামে ওই অভিযুক্তের কাছ থেকে ২টি পিস্তল ও বাইক বাজেয়াপ্ত করে পুলিশ।