উত্তরপ্রদেশ ফায়ার সার্ভিসে ১০০০-এর বেশি নতুন পদ, আধুনিকীকরণের নির্দেশ যোগীর
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন এবং নগরায়ণের মোকাবিলায় উত্তরপ্রদেশ ফায়ার সার্ভিসকে ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, এই বিভাগকে একটি সম্পূর্ণ বিপর্যয় মোকাবিলা, উদ্ধার কাজ এবং জরুরি ভিত্তির প্রয়োজনে সবসময় তৈরি থাকতে হবে
সম্প্রতি রাজ্য সরকার ফায়ার সার্ভিসের জন্য মোট ১০২০টি নতুন পদ অনুমোদন করেছেন। এর মধ্যে রয়েছে ৯৮টি গেজেটেড এবং ৯২২টি নন-গেজেটেড পদ। এই পদক্ষেপের ফলে জেলা, অঞ্চল এবং সদর দপ্তর—সব স্তরেই পরিষেবা শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
আঞ্চলিক স্তরে বিশেষ ইউনিট তৈরি হবে। এই ইউনিটগুলি রাসায়নিক, জৈবিক এবং তেজস্ক্রিয় জরুরি অবস্থা সামলাবে। সুপার-হাইরাইজ ভবনে দুর্ঘটনার মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী তৈরি হবে।
জরুরি পরিস্থিতিতে সমস্যা মোকাবিলার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনার ‘গোল্ডেন আওয়ারের’ মধ্যে উদ্ধার কাজ নিশ্চিত করতে এক্সপ্রেসওয়ে বরাবর প্রতি ১০০ কিলোমিটার অন্তর ফায়ার স্টেশন তৈরি করা হবে। এই স্টেশনগুলিতে ফায়ার টেন্ডার মজুত থাকবে। অন্যদিকে, প্রশাসন ও আর্থিক স্বচ্ছতা বাড়াতে জেলাস্তরে অ্যাকাউন্টিং ক্যাডার তৈরি করতে বলা হয়েছে। প্রশিক্ষণ ও গবেষণার মান বাড়াতে স্টেট ফায়ার ট্রেনিং কলেজেও অতিরিক্ত পদ তৈরি হবে। কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, রাজ্যের ন’টি বিমানবন্দরে—যেমন কুশিনগর, আজমগড়, কানপুর নগর, এবং অযোধ্যায়—ইতিমধ্যেই নতুন ফায়ার সার্ভিস ইউনিট চালু হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে হবে।