‘ওরাও মাটির জন্য লড়ছে’, হামাসকে ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করে বিতর্কে কংগ্রেস সাংসদ
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজার সশস্ত্র সংগঠন হামাসকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করে বিতর্কে কংগ্রেস সাংসদ। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই সাংসদ ইমরান মাসুদের দাবি, দেশের মাটি থেকে বিদেশিদের তাড়াতে লড়াই করেছিলেন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং। গাজাতেও ঠিক একই কাজ করছে হামাস। সাংসদের এহেন দাবি প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। এই মন্তব্য ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’ বলে সরব হয়েছে বিজেপি।
সম্প্রতি এক পডকাস্টে প্যালেস্টাইন নিয়ে আলোচনার সময় অ্যাঙ্কার হামাসকে জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেন। এর পালটা সরব হন কংগ্রেস সাংসদ। কড়া সুরে তিনি বলেন, ”আপনি এটা কী বলছেন? ভগৎ সিং কী সন্ত্রাসবাদী ছিলেন?” পালটা অ্যাঙ্কার প্রশ্ন করেন, হামাসের সঙ্গে ভগৎ সিং কীভাবে তুলনা সম্ভব? উত্তরে সাংসদ বলেন, “অবশ্যই তুলনা সম্ভব। আমি একেবারে সঠিক কথা বলছি। হামাস নিজের মাটি রক্ষা করতে লড়াই করছে। ভগৎ সিংও নিজের দেশের মাটি থেকে বিদেশিদের তাড়াতে লড়াই করেছিলেন।”
সুর চড়িয়ে সাংসদ আরও বলেন, “ইজরায়েল প্যালেস্টাইনের মাটি জোর করে দখল করে রেখেছে।” এরপর অ্যাঙ্কারকে তোপ দেগে সাংসদ আরও বলেন, “আপনার কাছে হামাস একটি সন্ত্রাসবাদী সংগঠন হতে পারে, কিন্তু আমি মনে করি হামাস নিজের স্বাধীনতার জন্য লড়ছে। আপনি হামাসের হাতে পণবন্দি হওয়া ২৫০ জন মানুষকে দেখছেন, কিন্তু ইজরায়েল যে ১ লক্ষ মানুষকে হত্যা করল তা দেখছেন না।”
সাংসদের এই মন্তব্য সামনে আসার পরই সরব হন বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ শহিদ ভগৎ সিংয়ের সঙ্গে হামাসের তুলনা করেছেন। এই ঘটনা সব স্বাধীনতা সংগ্রামীর অপমান। বামপন্থী এবং কংগ্রেস সর্বদা সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে মহিমান্বিত করে গান্ধী পরিবারকে মহান হিসেবে তুলে ধরতে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে। এর আগে, কানহাইয়া কুমার ভগৎ সিংয়ের তুলনা লালুপ্রসাদ যাদবের সঙ্গে করেছেন! ফলে এই ঘটনা প্রথমবার নয়, আগেও কংগ্রেস বহুবার ভগৎ সিংকে অপমান করেছে। এরা স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ, বীর সাভারকর, প্যাটেল এবং বিরসা মুন্ডাকেও অতীতে অপমান করেছে।”